মকর সংক্রান্তির পুণ্যতিথিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেশজুড়েই সাড়ম্বরে দিনটি পালন করা হয়। সূর্য মকররাশিতে প্রবেশ করার দিনটিকেই মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়।

নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) অভিষেক লিখেছেন,
“সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা! সূর্যালোকে সব আঁধার দূর হোক। মকর উৎসবে পিঠে-পুলির মিষ্টত্বে আপনাদের ঘর আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। নতুন ঋতুর শুরুতে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিই”।

Wishing everyone a joyous Makar Sankranti!
May the warmth of the sun dispel all negativity, while the vibrant festivities and the sweetness of pitha-puli fill your homes with joy and prosperity
Let’s embrace the promise of a new season with gratitude and togetherness!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 15, 2024
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূণ্যস্থানের পাশাপাশি, কেরালা এবং তামিলনাড়ুতে পোঙ্গল, কর্ণাটকে সংক্রান্তি, হরিয়ানায় মাঘি, গুজরাত-উত্তরাখণ্ডে উত্তরায়ণ এবং উত্তরপ্রদেশ-বিহারে খিচড়ি বা মকরের মতো সারা দেশে বিভিন্ন নামে পরিচিত। অসমে বিহু উৎসব পালিত হয় এই দিনে। সেই উপলক্ষ্যেও শুভেচ্ছা জানান অভিষেক (Abhishek Banerjee)।
On the auspicious occasion of Magh Bihu, I extend heartfelt greeting to all my brothers and sisters in Assam.
May the rhythm of Bihu songs echo the unity of the diverse communities, and usher in a season of growth and prosperity for everyone!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 15, 2024