Thursday, December 25, 2025

বিজেপিকে হারাতে চণ্ডীগড় মেয়র নির্বাচনে একজোট আপ-কংগ্রেস

Date:

Share post:

দ্বন্দ্ব সরিয়ে লোকসভা নির্বাচনের আগে হাতে হাত আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেসের। বিজেপির দখলে থাকা কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের মেয়র এবং ডেপুটি মেয়রের নির্বাচনে এবার একজোট হয়ে লড়াইয়ে নামছে অরবিন্দ কেজরিওয়াল ও মল্লিকার্জুন খাড়গের দল।

চণ্ডীগড়ের মেয়র পদ তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় সেখানে নতুন করে নির্বাচন হবে আগামী ১৮ জানুয়ারি। এই নির্বাচন উপলক্ষ্যে চণ্ডীগড়ের প্রাক্তন সাংসদ ও তথা কংগ্রেস নেতা পবনকুমার বনশল সোমবার আপের সঙ্গে সমঝোতার কথা জানিয়ে বলেন, “বিজেপিকে হারাতে আমরা একজোট হয়েছি। মেয়র পদে আপ প্রার্থী দেবে। কংগ্রেস লড়বে ডেপুটি মেয়র পদে।” চণ্ডীগড়ের পুর-অঙ্ক অনুযায়ী আপ-কংগ্রেস হাত মেলালে ক্ষমতাসীন বিজেপির মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ নির্বাচিত কাউন্সিলররা অংশ নেবেন এই মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে।

প্রসঙ্গত, ২০২২ সালের পুরভোটে চণ্ডীগড়ের ৩৫ আসনের মধ্যে আপ ১৪, বিজেপি ১২, কংগ্রেস আট এবং শিরোমণি অকালি দল একটি আসনে জয়ী হয়েছিল। পরবর্তী সময় কংগ্রেস কাউন্সিলর হরপ্রীত কউর বাবলা বিজেপিতে যোগ দেন। আপের সঙ্গে সমঝোতা না হওয়ায় কংগ্রেস নির্বাচনে অংশ গ্রহণ করেনি। এর পরে অঞ্জু কাটিয়ালকে এক ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিজেপির সরবজিৎ কউর। উভয়ের ১৪টি করে ভোট পেয়েছিলেন। কিন্তু এক আপ কাউন্সিলরের ভোট ‘বৈধ নয়’ বলে বাতিল করা হয়েছিল।

spot_img

Related articles

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...