Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) প্রতিক্ষার অবসান। শহরে চলে এলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। সোমবার সকালেই শহরে চলে আসেন তিনি। মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে যাবেন। কলকাতা ডার্বিতে সম্ভবত তাঁকেই ডাগআউটে দেখা যেতে চলেছে।

২) সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলো রিয়াল। রিয়ালের হওয়ে হ্যাটট্রিক ভিনিসিয়াস জুনিয়রের। মাঠে বসেই নিজের প্রাক্তন ক্লাবের জয় দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

৩) নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়া ওপেনের ম্যাচের আগে কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আর এবার সেই প্রস্তাবের উত্তর দিলেন জোকোভিচ। বললেন একদিন একসঙ্গে খেলার অপেক্ষায় আছি।

৪) প্রযুক্তির অপব্যবহার নিয়ে এবার সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পরা এই ভুয়ো ভিডিও নিয়ে ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর। এই ধরনের ঘটনাকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সচিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ।
৫) আশঙ্কাই সত্যি হলো। কুয়াশার কারণে শুরু করা গেলো না রঞ্জিট্রফির বাংলা বনাম উত্তরপ্রদেশের চতুর্থ দিনের ম্যাচ। যার ফলে পয়েন্ট নষ্ট হল বাংলার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মনোজ তিওয়াড়িদের। যার ফলে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলো বাংলা। ড্র হলেও প্রথম ইনিংসে ১২৮ রানে এগিয়ে থাকার সুবাদে ড্র করলেও পয়েন্ট পেল মনোজরা।

আরও পড়ুন – Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleআজ থেকে শুরু রাম মন্দির উদ্বোধনের প্রাক অনুষ্ঠান!