সন্দেশখালি-মামলায় পুলিশকে একরাশ প্রশ্নের মুখে পড়তে হল কলকাতা হাইকোর্টে। তদন্ত কোন পথে এগোচ্ছে, সেটা আদৌ যথাযথ কি না, এবার সেই প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ।মঙ্গলবার সন্দেশখালি মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, ঘটনার পর পুলিশ শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল কি না। গেলেও বাড়িটা সিল করা হল না কেন, কেন কারও সঙ্গে কথা বলা হল না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। তিনি বলেন, পুলিশের তদন্তের ধরন এত ধীর কেন। পরবর্তীতে ইডি অফিসাররা ওই জায়গায় গেলে নিরাপত্তা দেওয়া হবে কি না, সেটাও পুলিশের কাছে জানতে চেয়েছেন বিচারপতি।

সন্দেশখালির ঘটনায় সোমবার পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত জন। মঙ্গলবার রাজ্যের তরফে সে কথা জানানো হয়েছে আদালতে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানতে চান, কেন শাহজাহানের বাড়ির ভিতর যায়নি পুলিশ? সেই বাড়ি সিল করা হয়নি কেন? পাথর দিয়ে আঘাতের কথা জানার পরও লঘু ধারা দেওয়া হল কেন? বাড়ির সামনে সিসিটিভি বসিয়ে পুরো ঘটনা রেকর্ড করাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের এজি কিশোর দত্ত জানিয়েছেন, গত ৫ জানুয়ারি, ঘটনার দিন শাহজাহানের বাড়িতে গেলেও ভিতরে যাওয়া হয়নি।তিনি জানান, ঘটনাস্থল সন্দেশখালির মধ্যে পড়ে না, ন্যাজাট থানার আওতায় পড়ে তাই ওই থানাকে জানানো হয়েছিল। এমনকী, সেদিন রাতেই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।বিচারপতি বলেন, এত সিরিয়াস ঘটনা। বাড়িটা সিলও করলেন না?
