Thursday, August 21, 2025

অযোধ্যা-কলকাতা বিমান উদ্বোধনে হঠাৎ যোগী! লোকসভার পাখির চোখ বাংলা?

Date:

Share post:

রামমন্দিরের উদ্বোধন যে পুরোটাই বিজেপির নির্বাচনের প্রচারের সিঁড়ি তা আরও একবার বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যে মুখ্যমন্ত্রীকে অযোধ্যামুখী বা অযোধ্যা সংযোগকারী কোনও ফ্লাইটের প্রারম্ভিক অনুষ্ঠানে দেখা যায়নি, তাঁকেই হঠাৎ দেখা গেল কলকাতাগামী প্রথম বিমান রওনা দেওয়ার আগে। বাংলার লোকসভা আসনগুলো যে বিজেপির কাছে কত বড় দায়, এই ঘটনা সেটাই প্রমাণ করে।

বুধবার শুরু হল অযোধ্যা-কলকাতা বিমান চলাচল। প্রথম বিমান অযোধ্যা থেকে কলকাতা এসে পৌঁছালো দুপুরে। এখন থেকে সপ্তাহে তিনদিন দেড় ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা। রামমন্দির উদ্বোধনের আগে বিভিন্ন শহরের সঙ্গে আযোধ্যাকে জোড়ার কাজ করছে বিজেপি সরকার। অন্যদিকে রামমন্দির উদ্বোধন নিয়ে বাংলায় তেমন বাড়বাড়ন্ত আগ্রহ নেই। বিজেপি বিরোধী রাজ্যের সব দলই রামমন্দির উদ্বোধনকে রাজনৈতিক ফায়দার জায়গা বলে চিহ্নিত করেছেন।

এমনিতেই রামমন্দিরের পালে তেমন হাওয়া লাগেনি। তারওপর লোকসভা ভোটের আগে রাজ্যে একেবারেই ব্যাকফুটে বিজেপি। বছরের শুরুতে রামমন্দিরের হাওয়া না তুলতে পারলে রাজ্যে তাঁদের অবস্থান এরপরে আর টেনে তোলা খুব একটা সহজ হবে না, এটা বুঝতে পেরেই এবার মঞ্চে যোগি আদিত্যনাথ। পঞ্চায়েত ভোটের আগেও বাংলায় ভোট প্রচারের কাজ করেছেন তিনি। এবার বিমান সংযোগ উদ্বোধনে তাঁকে দেখা গেল প্রথম বোর্ডিং পাসটি যাত্রীর হাতে তুলে দিতে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, যেখানে কোনও বিমানবন্দরের সঙ্গে সংযোগের সময় একটি ঘটনায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছাড়া আর কাউকে দেখা যায়নি, সেখানে কলকাতা বিমান উদ্বোধনের সময় যোগী আদিত্যনাথ কেন।


spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...