Thursday, November 6, 2025

বাংলার সঙ্গে পাঞ্জাবের সৌভ্রাতৃত্বের সম্পর্ক: গুরু গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

গুরু গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে বাংলার সঙ্গে পাঞ্জাবের সৌভ্রাতৃত্বের সম্পর্ক তুলে ধরে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেল ৫টা ১০ নাগাদ শহিদ মিনারে গোবিন্দ সিংয়ের স্মরণে আয়োজিত শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে শিখ সম্প্রদায়ের মানুষের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “পাঞ্জাবের (Punjab) সঙ্গে বাংলার সৌভ্রাতৃত্বের সম্পর্ক দীর্ঘ বছরের। এটা অটুট আছে, অটুট থাকবে। বাংলায় বহু পাঞ্জাবি বসবাস করেন। তাঁরা এখন বাংলারই মানুষ হয়ে গিয়েছেন। আপনারা আমাদের সব অনুষ্ঠানে শামিল হন। আমরাও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকি।“

মমতার (Mamata Banerjee) বলেন, “আমি যখন ছাত্র রাজনীতি করতাম, তখন পাঞ্জাবের সমস্ত জেলা আমি ঘুরেছি। আপনাদের ভাষাও আমি বুঝি। আপনাদের ধর্মগুরুদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা রয়েছে।“ মুখ্যমন্ত্রী কথায়, বাংলার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের বিরাট অবদান রয়েছে। আন্দামান সেলুলার জেলে বাঙালিদের পাশাপাশি অনেক পাঞ্জাবি স্বাধীনতা সংগ্রামীর নাম রয়েছে-যাঁরা স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি শহিদ হয়েছেন।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তিনি প্রতি বছরই এই অনুষ্ঠানে আসেন। কলকাতায় (Kolkata) গুরুদওয়ারা রয়েছে সেখানেও যান। মমতা বলেন, “আমাদের পরিবারের বধূ রুজিরাও আপনাদের বিভিন্ন অনুষ্ঠান যায়। সেও পাঞ্জাবি। তার বাচ্চারাও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পাঞ্জাবি ভাষাও বলতে পারে। আমিও আপনাদের পরিবারেই একজন।“

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version