Friday, November 14, 2025

বাংলার সঙ্গে পাঞ্জাবের সৌভ্রাতৃত্বের সম্পর্ক: গুরু গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

গুরু গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে বাংলার সঙ্গে পাঞ্জাবের সৌভ্রাতৃত্বের সম্পর্ক তুলে ধরে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেল ৫টা ১০ নাগাদ শহিদ মিনারে গোবিন্দ সিংয়ের স্মরণে আয়োজিত শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে শিখ সম্প্রদায়ের মানুষের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “পাঞ্জাবের (Punjab) সঙ্গে বাংলার সৌভ্রাতৃত্বের সম্পর্ক দীর্ঘ বছরের। এটা অটুট আছে, অটুট থাকবে। বাংলায় বহু পাঞ্জাবি বসবাস করেন। তাঁরা এখন বাংলারই মানুষ হয়ে গিয়েছেন। আপনারা আমাদের সব অনুষ্ঠানে শামিল হন। আমরাও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকি।“

মমতার (Mamata Banerjee) বলেন, “আমি যখন ছাত্র রাজনীতি করতাম, তখন পাঞ্জাবের সমস্ত জেলা আমি ঘুরেছি। আপনাদের ভাষাও আমি বুঝি। আপনাদের ধর্মগুরুদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা রয়েছে।“ মুখ্যমন্ত্রী কথায়, বাংলার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের বিরাট অবদান রয়েছে। আন্দামান সেলুলার জেলে বাঙালিদের পাশাপাশি অনেক পাঞ্জাবি স্বাধীনতা সংগ্রামীর নাম রয়েছে-যাঁরা স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি শহিদ হয়েছেন।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তিনি প্রতি বছরই এই অনুষ্ঠানে আসেন। কলকাতায় (Kolkata) গুরুদওয়ারা রয়েছে সেখানেও যান। মমতা বলেন, “আমাদের পরিবারের বধূ রুজিরাও আপনাদের বিভিন্ন অনুষ্ঠান যায়। সেও পাঞ্জাবি। তার বাচ্চারাও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পাঞ্জাবি ভাষাও বলতে পারে। আমিও আপনাদের পরিবারেই একজন।“

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version