Monday, August 25, 2025

লাগাতার মি.সাইল হা.মলা! পাকিস্তানের জ.ঙ্গি ঘাঁটি দু.রমুশ ইরানের, চিন্তা বাড়ছে ইসলামাবাদের

Date:

পাকিস্তানের (Pakistan) বালোচ জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল-এর দুটি ঘাঁটি লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা (Missile Attack) চালাল ইরান (Iran)। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ারস্ট্রাইকের (Air Strike) জেরে জইশ গোষ্ঠীর দুই ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে গেছে। যদিও পাক সরকারের (Pakistan Govt) দাবি, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এদিকে হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি ইসলামাবাদের। জানা গিয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সফরের পরই পাকিস্তানে মুহুর্মুহু আক্রমণ চালাল ইরান। এদিকে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তরফে সাফ জানানো হয়েছে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরানের সেনা।

তবে সোমবার একইভাবে ইরাক এবং সিরিয়ায় ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরানের রিভলিউশনারি গার্ডস৷ এই জঙ্গি গোষ্ঠী গত কয়েক বছরে একাধিকবার ইরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ তারই প্রতিবাদে পাকিস্তানে মিসাইল হামলা ইরানের। এদিকে পাকিস্তান হামলার স্থান উল্লেখ না করলেও, ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, বালোচিস্তানের কুহে সবজ এলাকায় জইশ জঙ্গিদের মূল ঘাঁটি ছিল। সেই ঘাঁটিই মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইরানের মিসাইল হামলার বিষয়ে একেবারেই মুখে কুলুপ পাক সেনার। তবে পাক বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় পাকিস্তানে শিশু ও মহিলারা জখম হয়েছে। এর পরিণতি ভাল হবে না।

 

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version