Sunday, December 14, 2025

দাবি আদায়ে ICDS কর্মীদের নিয়ে পথে নামলেন খোদ মন্ত্রীরা, বঞ্চনার প্রচার

Date:

Share post:

ন্যায্য দাবি আদায় যেখানেই সাধারণ মানুষের কথা কেন্দ্র সরকারের কান পর্যন্ত পৌঁছায়নি সেখানেই বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার। এবার ICDS কর্মীদের বঞ্চনার বিরুদ্ধে পথে নামলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী শশী পাঁজা। কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা কেন্দ্রের জনবিরোধী নীতির কারণে তাঁরা যে বঞ্চনার শিকার তা রাজ্যের মানুষের মধ্যে প্রচার করতে হবে।

শশী পাঁজা বলেন, কেন্দ্র বিভ্রান্তি ছড়াচ্ছে আইসিডিএস প্রকল্প নিয়ে। বিজেপি কোনওদিন গরিবদের কথা ভাবেনি। তফসিলি জাতি-উপজাতি বা অনগ্রসর শ্রেণির মানুষের কথাও ভাবেনি। তাই আইসিডিএস প্রকল্পে নিয়োগের বয়স কমিয়ে ৪৫ থেকে ৩৫ করে দিয়েছে কেন্দ্র। তিনি বলেন, ১০ বছরের অভিজ্ঞতা থাকলে প্রমোশন পেয়ে সহায়িকারা কর্মী হতে পারেন। কেন্দ্র সেখানেও বাধার সৃষ্টি করছে। নানাভাবে রাজনৈতিক জটিলতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেতনের টাকা দিচ্ছে না। রাজ্য কিন্তু বেতন বন্ধ হতে দেয়নি। উপরন্তু অবসরকালীন ভাতা ৩ লক্ষ টাকা দেওয়ার বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

ICDS কর্মী ও সহায়কদের এই দাবি নিয়ে বুধবার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয়। মিছিলের নেতৃত্ব দেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আইসিডিএস কর্মী ও সহায়িকাদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল, মিছিল থেকে জানান মন্ত্রী। এই মিছিলে বুধবার নেতৃত্ব দেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রের একটাই লক্ষ্য- প্রকল্প বন্ধ করে দেওয়া। সেজন্য যাবতীয় চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কষ্ট বোঝেন। তাই তিনি সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন। লড়াই চালিয়ে যেতে বলেছেন। কেন্দ্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, গরিব মানুষের কথা ভাবেনি কেন্দ্র। এদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কেউ বাঁচেও না, পড়েও না। পাশাপাশি এই প্রকল্পে কেন্দ্রকে ৯০ শতাংশ অর্থ দিতে হবে, দাবি জানান তিনি।

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...