Thursday, January 22, 2026

সন্দেশখালিকাণ্ডে তুঙ্গে পুলিশি তৎপরতা! শেখ শাহজাহানের খোঁজে বাড়ির সামনে বসল সিসিটিভি

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali Case) দোষীদের রেয়াত নয়। আর সেকারণেই এবার রেশন বন্টন মামলায় অভিযুক্ত নিখোঁজ শেখ শাহজাহানের (Seikh Sahjahan) বাড়িতে বসল সিসিটিভি ক্যামেরা (CCTV)। সূত্রের খবর, বাড়িতে মোট তিনটি সিসিটিভি লাগানো হয়েছে। মঙ্গলবার রাতেই শাহজাহানের সরবেড়িয়ার বাড়ির সামনে ক্যামেরা বসিয়ে নজরদারি শুরু করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ (Basirhat Police District)। বুধবার সকালেই দেখতে পাওয়া যায়, তাঁর বাড়ির সামনে অর্থাৎ আকুঞ্জি পাড়ার মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এমনকী তাঁর বাড়ির লাগোয়া গ্যারাজেও একটি মনিটর বসানো হয়েছে বলে খবর। এড়াছাও শাহজাহানের বাড়ির বাইরে ও পিছনেও বসানো হয়েছে ক্যামেরা। সব মিলিয়ে মোট ১০টি ক্যামেরা লাগানো হয়েছে।

এখনও বেপাত্তা সন্দেশখালির শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতার না করতে পারায় বিভিন্ন মহল থেকে উঠছে একাধিক প্রশ্ন। তবে রাজ্য পুলিশের তরফে প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যে ঘটনায় জড়িত একাধিক অভিযুক্তকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না তা নিয়ে মঙ্গলবারই তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন বন্টন মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে জোর করে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৩ ইডি আধিকারিক। ইতিমধ্যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হয়েছে বলে খবর। অন্যদিকে আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি করেন জানিয়েছে ইডি।

 

 

 

 

spot_img

Related articles

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...

সরশুনায় বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের দেহ! স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের পরিবারের

দক্ষিণ কলকাতার সরশুনায় এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকেই ৩৪ বছর...

নন্দীগ্রাম গণধর্ষণের সাক্ষী অসুস্থ বৃদ্ধাকে গ্রেফতার CBI-এর, গদ্দারকে কটাক্ষ তৃণমূলের

নির্বাচনের আগে মোদি সরকারের এজেন্সি খেলা শুরু। এবার অভিযোগ সেমসাইডের। নন্দীগ্রামে (Nandigram) বিজেপির ইন্দুবালা দাসকে গ্রেফতার করল সিবিআই।...

‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’, নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা

বাংলার কুটির শিল্প ও হস্তশিল্পকে নতুন দিশা দিতে নিউ টাউন মেলা গ্রাউন্ডে পথ চলা শুরু করল রাজ্য সবলা...