Sunday, May 4, 2025

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের আগে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা ধরনের বিধি আচরণ। গোটা অযোধ্যা (Ayodhya) সেজে উঠছে মন্দির উদ্বোধন উপলক্ষ্যে। সেই সঙ্গে রামমন্দির নানা ধরনের পুজো উপাচারের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে ২২ তারিখ রামলালার বিশেষ পুজোর প্রস্তুতি। সেই উদ্দেশ্যে পৌঁছে গেল রামলালাকে ভোগ নিবেদনের রুপোর থালাও। তবে প্রস্তুতকারকের সূত্র দেখলে দেখা যাচ্ছে এখানে মিশে রয়েছে স্বজন পোষণ।

২২ জানুয়ারি ১৮ ইঞ্চি ব্যাসের থালায় খেতে দেওয়া হবে রামলালাকে। সোনার পাত্রের ওপর রুপোর থালা, চারটি রুপোর বাটি, একটি কলসির পুরো সেট প্রস্তুত করে এনেছেন রাজস্থানের জয়পুরের আইরিস (Iris) নামে এক সংস্থা। চারটি বাটি পদ্মফুলের আকৃতির যার ২১টি পাপড়ি রয়েছে বলে দাবি প্রস্তুতকারকের। কলসের সঙ্গে জোড়া রুপোর ঘোড়া, যা রামের রথের প্রতীক হিসাবে দাবি করা হয়েছে। থালার নিচে হনুমানের মূর্তি যিনি বহন করে আছেন গোটা থালা, বাটি ও কলসের সেট। এখানে হনুমানের অপার ভক্তির প্রকাশিত হয়েছে।

এই রুপোর সামগ্রি তৈরি করেছে জয়পুরের আইরিস সংস্থা। রামমন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদেরকে এই সামগ্রি তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গলবার রামমন্দিরের পুরোহিত ও রাম জন্মভূমি ট্রাস্টের মহাসচিব চম্পত রায়ের হাতে সেই থালার সেট তুলে দেন আইরিসের কর্ণধার লক্ষ্য পাবুয়াল ও সংস্থার সহ নির্মাতা রাজীব পাবুয়াল। এই আইরিস সংস্থাই জি-২০ সম্মেলনের সময় অতিথিদের পরিবেশনের জন্য রুপোর পাত্র তৈরি করেছিল। কেন্দ্রের সামগ্রিক মদতে যে রামমন্দির উদ্বোধন হতে চলেছে তাতে বাণিজ্যিকভাবেও মোদি সরকারের মত একাধিপত্যের (monopoly) পথই বেছে নিয়েছে যোগি আদিত্যনাথ সরকার। রামলালার থালার প্রস্তুতকারী সংস্থা থেকেও তারই প্রমাণ মিলছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version