Thursday, May 15, 2025

কেন্দ্রের ‘উচ্ছেদ-চ.ক্রান্ত’ বানচাল, আগেই বাংলো ছাড়লেন মহুয়া

Date:

Share post:

প্ল্যানমাফিক ‘বলপূর্বক উচ্ছেদের’ সব পরিকল্পনা করলেও তা কার্যত বানচাল হয়ে গেল। মোদি সরকারের (Modi Govt) অতিতৎপরতাকে কার্যত বুড়ো আঙুল দেখালেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। শুক্রবার একেবারে প্রস্তুত হয়ে দিল্লিতে (Delhi) মহুয়ার বাংলোতে  দলবল নিয়ে উপস্থিত হয় ডিরেক্টরেট অফ এস্টেটের (Directorate of Estate) একটি দল। কিন্তু সকাল সকাল মহুয়ার সাংসদ বাংলোতে (Bungalow) পৌঁছে কার্যত মুখ পুড়ল মোদির পাঠানো দলের। এদিন

দিল্লির বাংলোয় পৌঁছতেই কেন্দ্রীয় দফতরের আধিকারিকরা দেখেন তাঁরা সেখানে পৌঁছনোর অনেক আগেই বাংলো ছেড়ে দিয়েছেন মহুয়া।

আর সেকারণে বিজেপির ‘উচ্ছেদের’ আপ্রাণ চেষ্টা ও পরিকল্পনা থাকলেও তা মাঠে মারা গেল।

শুক্রবার মহুয়ার আইনজীবী শাদান ফারাসাত জানিয়েছেন, কেন্দ্রীয় দল পৌঁছনোর আগেই বাংলো খালি করে দিয়েছেন তাঁর মক্কেল। শুক্রবার সকাল ১০টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মোদি সরকারের আধিকারিকদের হাতে বাংলোর জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দিল্লির টেলিগ্রাফ লেনে ৯বি নম্বর যে বাড়িটিতে মহুয়া মৈত্র ছিলেন, শুক্রবার সকাল ১০টায় তা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। ডিওই-এর আইনজীবীর হাতে বাংলোর জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে। ডিওই আসার আগেই বাংলো খালি করা হয়েছিল। ফলে কোনও ‘উচ্ছেদ’ হয়নি।

গত ৮ ডিসেম্বর মহুয়ার লোকসভার সাংসদ পদ খারিজ হয়। ৭ জানুয়ারির মধ্যে তাঁকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু মহুয়া তা করেননি। মহুয়া চেয়েছিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের ফল ঘোষণার পর তিনি দিল্লির বাংলো খালি করবেন। আদালতে মহুয়ার আইনজীবী জানিয়েছিলেন, মহুয়া মৈত্র বর্তমানে নয়া দিল্লির এক হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তাঁর দিল্লিতে অন্য কোনও বাড়িও নেই। এই পরিস্থিতিতে একাকী মহিলা হিসাবে তাঁকে যাতে গৃহচ্যুত না করা হয়, এমনই আবেদন করেছিলেন জানান মহুয়ার আইনজীবী। বাংলো ছাড়ার জন্য মাস চারেক সময় চেয়েছিলেন। ওই সময়কালে বাংলোর ভাড়া দিতেও রাজি ছিলেন। কিন্তু আদালত কোনও কথাই শোনেনি।

 

 

 

 

spot_img

Related articles

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...