Monday, August 25, 2025

সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি নতুন ইউনিট স্থাপনের ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

Date:

দেশে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম পরিচালিত সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই কেন্দ্রের উন্নয়নে ইতিমধ্যে রাজ্য সরকার ১ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয় করেছে।খুব দ্রুত এখানে ৮০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হবে।শুক্রবার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে উৎসব পালনের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু সেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত সহ বিশিষ্টরা।

মন্ত্রী এদিন এলাকায় একটি সুইমিং পুল, একটি বাগান ও একটি অতিথি আবাসেরও উদ্বোধন করেন। এদিন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্ম পরিবেশের প্রশংসা করে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় এ রাজ্যে ‘হাসির আলো’ প্রকল্পে তিন লক্ষ পরিবারকে ৭৫ ইউনিট বিদ্যুৎ নিয়মিত বিনা পয়সায় দেওয়া হচ্ছে। ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই বিদ্যুতের দাম বাড়েনি। রাজ্যে লোডশেডিং প্রায় নেই।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে এই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র ১২০ মেগাওয়াট উৎপাদনক্ষম চারটি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে। পরে ওই ইউনিটগুলি বন্ধ করে ২৫০ মেগাওয়াট উৎপাদনের দুটি ইউনিট চালু করা হয়। রাজ্যে পালাবদলের পর আধুনিকীকরণ হয়েছে কারখানার। বেড়েছে কর্মসংস্থানের পরিধি।

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version