Saturday, November 15, 2025

সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি নতুন ইউনিট স্থাপনের ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

Date:

দেশে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম পরিচালিত সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই কেন্দ্রের উন্নয়নে ইতিমধ্যে রাজ্য সরকার ১ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয় করেছে।খুব দ্রুত এখানে ৮০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হবে।শুক্রবার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে উৎসব পালনের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু সেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত সহ বিশিষ্টরা।

মন্ত্রী এদিন এলাকায় একটি সুইমিং পুল, একটি বাগান ও একটি অতিথি আবাসেরও উদ্বোধন করেন। এদিন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্ম পরিবেশের প্রশংসা করে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় এ রাজ্যে ‘হাসির আলো’ প্রকল্পে তিন লক্ষ পরিবারকে ৭৫ ইউনিট বিদ্যুৎ নিয়মিত বিনা পয়সায় দেওয়া হচ্ছে। ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই বিদ্যুতের দাম বাড়েনি। রাজ্যে লোডশেডিং প্রায় নেই।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে এই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র ১২০ মেগাওয়াট উৎপাদনক্ষম চারটি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে। পরে ওই ইউনিটগুলি বন্ধ করে ২৫০ মেগাওয়াট উৎপাদনের দুটি ইউনিট চালু করা হয়। রাজ্যে পালাবদলের পর আধুনিকীকরণ হয়েছে কারখানার। বেড়েছে কর্মসংস্থানের পরিধি।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version