বিরোধী রাজনৈতিক দলের প্রশাসন যে সব রাজ্যে তাদের প্রতি বিদ্বেষে বরাবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার। এবার সেই বিদ্বেষের মাত্রা চরমে পৌঁছালো প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ইডি-র তদন্তকারী আধিকারিকরা এবার পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে। জমি হস্তান্তর মামলায় জিজ্ঞাসাবাদ বলে জানানো হয়েছে ইডি-র তরফে।

দেশের বিরোধী রাজনৈতিক দল পরিচালিত রাজ্যগুলিতে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাতায়াত এত ঘন ঘন যেন মনে হবে বিজেপি শাসিত রাজ্যে বেনিয়ম এক দুঃস্বপ্ন। প্রতিহিংসার ভয়ে অবশ্য কখনই বিজেপি বিরোধী দলগুলি কোনও আপস করেনি। তারই খেসারত দিতে হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে।

জমি হস্তান্তর সংক্রান্ত একটি মামলায় ঝাড়খণ্ডের আধিকারিক স্তরে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারি জারি রেখেছে ইডি। ইতিমধ্যে এক আইএএস আধিকারিক সহ গ্রেফতার ১৪ জন। সেই মামলায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার আগে তারা শমন পাঠায়। উত্তরে প্রয়োজনীয় যাবতীয় নথি ইডি-র কাছে পেশ করেছেন হেমন্ত সোরেন।

তারপরেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য জানুয়ারির শুরুর দিকে সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো ২০ জানুয়ারি সময় দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। শনিবার সকালেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় হেমন্ত সোরেনের রাঁচির কাঁকে রোডের বাড়ি। দিল্লির তিন আধিকারিক শুরু করেন তাঁকে জিজ্ঞাসাবাদ।
