Tuesday, December 16, 2025

মহিলাদের ‘আত্মনির্ভরতায়’ জোর! নয়া অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য রেকর্ড ঋণদানের ঘোষণা রাজ্যের

Date:

Share post:

বাংলার স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) সদস্যদের জন্য এবার বড়সড় ঘোষণা রাজ্যের (West Bengal)। আসন্ন অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবার ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ (Loan) দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর মহিলাদের (Women) জন্য এমন যুগান্তকারী সিদ্ধান্তে একদিকে যেমন নিজেদের কাজের উন্নতির জন্য ঋণ পাবেন মহিলারা, পাশাপাশি তাঁরা আরও স্বাবলম্বী হতে পারবেন। রাজ্যের মহিলাদের জন্য এই উদ্যোগের ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর নতুন বছরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বড় অঙ্কের ঋণ দেওয়ার কথা লক্ষ্যমাত্রা নিল রাজ্য। আর এমন পদক্ষেপের জেরে রাজ্যের ১১ লক্ষ ৮০ হাজার গোষ্ঠী উপকৃত হবে। শুক্রবার এমনই জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder)।

শুক্রবার বিকেলে পূর্ব ও পশ্চিম  বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও উত্তর ২৪ পরগনা জেলার স্বনির্ভর গোষ্ঠীদের উৎপাদিত সামগ্রী নিয়ে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করেন মন্ত্রী। সেই অনুষ্ঠানেই মহিলাদের আর্থিক স্বচ্ছলতার বিষয়টি তুলে ধরে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নেন প্রদীপ। তিনি জোর গলায় বলেন, বাংলার মেয়েরা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পালিয়ে যায় না। পাশাপাশি অনাদায়ী ঋণের পরিমাণও দুই শতাংশেরও কম। এরপরই তিনি নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, অনেকে তো ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। কেন্দ্র কারও কারও হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুবও করে দিল। তবে বাংলায় এসবের জায়গা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই রাজ্যবাসীর পাশে রয়েছেন। সে মহিলা হোন বা পুরুষ ঋণ নেওয়া থেকে শুরু করে কম ঋণে তা পরিশোধের রাস্তা বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

তবে এদিন এখানেই থামেননি মন্ত্রী। এদিন ১০০ দিনের কাজের টাকার পাশাপাশি বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার তীব্র নিন্দা করে প্রদীপ জানান,  আদালতের নির্দেশ যোগ্য মানুষদের ১০০ দিনের কাজের টাকা আটকে কোনওভাবেই আটকে রাখা যাবে না। তারপরেও কেন্দ্রের মোদি সরকার তা জোর করে আটকে রেখেছে। তিনি মনে করিয়ে দেন, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এগিয়ে না এলে ১০০ দিনের কাজের টাকা বন্ধের জন্য গ্রামীণ অর্থনীতির হাল আরও শোচনীয় হতো। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই বর্তমানে গ্রামে বিকল্প কর্মসংস্থানের পথ দেখাচ্ছে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। তাঁর দেখানো পথে হেঁটেই এই স্বপ্ন বাস্তব হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলার মেয়েদের আত্মনির্ভরতার পথ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রদীপ জানান, চলতি অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ব্যবসার জন্য মোট ২১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। সেই ঋণ পরিশোধও হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...