Monday, May 5, 2025

রেল লাইনে সিগন্যালিংয়ের কাজ চলাকালীন ট্রেনের ধাক্কায় মৃত ৩ রেলকর্মী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে। এই দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

সোমবার রাত ৮ বেজে ৫৫ মিনিট নাগাদ। লোকাল ট্রেন চার্চগেট স্টেশনে ঢোকার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিন কর্মীরা। ভাসাই রোড এবং নাইগাঁও স্টেশনের মাঝে একটি সিগন্যালিং পয়েন্ট ঠিক করছিলেন কর্মীরা। তখনই ঘটে এই দুর্ঘটনা। রেল জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সিগন্যালিং ইন্সপেক্টর বাসু মিত্র, ইলেক্ট্রিক্যাল সিগন্যালিং মেইনটেনার সোমনাথ উত্তম এবং হেল্পার শচীন ওয়াংখেড়ের। প্রত্যেকেই পশ্চিম রেলের মুম্বই ডিভিশনের কর্মী ছিলেন। তবে এই দুর্ঘটনায় প্রশাসনিক সমন্বয়ের অভাব রয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রশ্ন উঠছে, রেলকর্মীরা লাইনে কাজ করছেন দেখেও চালক ট্রেনটিকে দাঁড় করালেন না কেন? তবে কি চালকের কাছে এই বিষয়ে তথ্য ছিল না? সাধারণত লাল পতাকা টাঙিয়ে লাইনে কাজ করেন রেলকর্মীরা। এক্ষেত্রে কী সেই নিয়ম মানা হয়নি? ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে রেলের তরফে মৃতদের পরিবারকে ৫৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে।

এছাড়াও নিয়ম মতো শচীন ওয়াংখাড়ে এবং সোমনাথের পরিবার ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। আগামী ১৫ দিনের মধ্যে সেই টাকা মেটানো হবে। অন্যদিকে চিফ সিগন্যালিং ইন্সপেক্টর বাসু মিত্রের পরিবার পাবে ১.২৪ কোটি টাকা। এছাড়াও চাকরির সময়কালের অন্যান্য যে আর্থিক বকেয়া রয়েছে, তাও সময়মতো মিটিয়ে দেওয়া হবে।

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version