Sunday, November 16, 2025

নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ! মোদি সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Date:

অত্যন্ত জরুরি ছিল নেতাজির তৈরি প্ল্যানিং কমিশন। প্রতি বছর গুরুত্বপূর্ণ চিফ সেক্রেটারিদের নিয়ে বৈঠক হত। সেটা তুলে নীতি আয়োগ করেছে মোদি সরকার। যা না আছে নীতি, না আছে আয়োগ- নেতাজি জন্মজয়ন্তীতে রেড রোডের অনুষ্ঠান থেকে মোদি সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, এই অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Shubhashchandra Basu) শ্রদ্ধা জানান মমতা।

মুখ্যমন্ত্রীর কথায়, আমরা নেতাজিকে মানি, স্বামীজিকে মানি, রামকৃষ্ণকে মানি, রবীন্দ্রনাথকে মানি। তাঁদের আদর্শে, তাঁদের দেখানো পথে চলি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরির সময় লক্ষ্য স্থির করে দিয়েছিলেন নেতাজি। অথচ আজও সেই পথে দেশ চলতে পারল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, নেতাজির কথাকে মান্যতা দিলে ভারত আরও উন্নত হত। নেতাজি মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছিলেন, সেই আদর্শকে মেনে এগিয়ে চলেছে বাংলা

এরপরেই নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর কথায়, প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বদলে শুধুই বিভাজন আর বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি। আগে প্ল্যানিং কমিশন যখন ছিল, তখন প্রতি বছর গুরুত্বপূর্ণ মুখ্যসচিবদের নিয়ে বৈঠক হত। কোন বিষয়ে কত অর্থ প্রয়োজন, সেটা নিয়ে আলোচনা হত। তীব্র আক্রমণ করে মমতা বলেন, এখন কোনও প্ল্যানিং নেই। প্ল্যানিং একটাই ডিভাইড অ্যান্ড রুল। ঘৃণার রাজনীতি শুরু হয়েছে। নীতি আয়োগ নিয়ো নাম না করে নরেন্দ্র মোদিকে ঠুকে মমতা বলেন, একেবারে মোমের পুতুল। মোমের মত ঘাড় নাড়ে। মাঝে মাঝে মোমের মতো মন কা বাত শোনায়।


Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version