সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

আজ ২৩ জানুয়ারি। রাজ্য তথা দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী (Netaji Subhash Chandra Bose Birth Anniversary) উৎসব। মহান দেশপ্রেমিককে স্মরণ করে আজ পাড়া থেকে ক্লাব, স্কুল থেকে রাজনৈতিক প্রাঙ্গণ সর্বত্রই নেতাজি জন্মজয়ন্তী পালিত হচ্ছে। বিশ্বের গর্ব সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর ১২ টায় ময়দানে নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন মুখ্যমন্ত্রী। নেতাজি জন্মজয়ন্তীতে প্রণাম জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

সোমবার সংহতি যাত্রা শেষে পার্ক সার্কাস ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, ২৩ জানুয়ারি দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করার বিষয়ে তিনি বরাবর উদ্যোগী হয়েছেন। কিন্তু নিজেদের ভোট বাক্স গোছাতে ধর্ম নিয়ে রাজনীতি করতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার, সেদিকে ভ্রুক্ষেপ করেনি। বরং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারিগর নেতাজির জন্মদিন কে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। অথচ দক্ষিণ ভারতের ভোট টানতে বালাজির আদলে কৃষ্ণকায় রামলালার মূর্তি তৈরি করে ২৪ এর ঘুঁটি সাজাতে ব্যস্ত নরেন্দ্র মোদি। কিন্তু বাংলা জানে দামাল ছেলে সুভাষচন্দ্র বসু দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। তিনি সব প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাই পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মদিন পালন করছে।

Previous articleইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণা.স্ত্র হা.না! প্র.তিশোধ নিতেই পদক্ষেপ?
Next articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস