Saturday, May 3, 2025

২০২৩ সালেই টেনিস তিনি বিদায় জানিয়েছেন। ২০২৪ শুরু হতেই প্রাক্তন স্বামী অন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। এসব দেখলে মনে হবে সময়টা খারাপ যাচ্ছে দেশের টেনিস তারকা সানিয়া মির্জার। কিন্তু আসলে তিনি একটা উজ্জ্বল জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে হয়তো যুক্ত হতে পারেন বিশ্বের বর্তমানের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়া ওপেনের (Australian Open) সম্প্রচারকদের পক্ষে ধারাভাষ্য ও টেনিস বিশ্লেষকের ভূমিকায় ছিলেন সানিয়া মির্জা। সেখানেই ২৪ টি গ্র্যান্ড স্লাম (Grand Slam) জয়ী জোকোভিচের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয় তাঁর। সাক্ষাৎকারে তিনি ভারতের ছেলেমেয়েদের মধ্যে টেনিসের প্রচারে কাজ করার কথা জানান। আর এই উদ্যোগে সানিয়া মির্জার মতো প্রতিভার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আর তাতে মুগ্ধ সানিয়া। জোকারের এই প্রশংসা সানিয়ার চোখে মানুষ হিসাবে তাঁকে অনেক উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে।

সাক্ষাৎকার দিতে গিয়ে দিল্লিতে রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে টেনিসের প্রচারে আসার স্মৃতি উল্লেখ করেন তিনি। সেই প্রসঙ্গেই তিনি বলেন আরও শিশুদের হাতে টেনিস ব়্যাকেট দেখাই তাঁর স্বপ্ন। একজন টেনিস প্লেয়ার হিসাবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আর সেরকম কোনও প্রচেষ্টায় যুক্ত হতে চান তিনি। এরপরই ভারতে এই ধরনের উদ্যোগের উল্লেখ করেন জোকোভিচ। সেই প্রসঙ্গেই তিনি বলেন তাঁর আশা সামনে অনেক বড় সময় পড়ে রয়েছে যখন তিনি ভারতের মতো সুন্দর দেশে এসে টেনিসের জন্য কাজ করবেন। সেখানেই তিনি সানিয়া মির্জার মত প্রতিভাকে পাশে চান।

টেনিসের ভবিষ্যতের জন্য বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের এই আবেগ মুগ্ধ করে সানিয়াকে। অন্যকে সাহায্য করার জোকোভিচের এই মানসিকতাকে তাঁর মহানুভবতা বলে উল্লেখ করেন সানিয়া। এত মহান একজনকে শুধুমাত্র একজন টেনিস খেলোয়াড় বলে থেমে থাকতে চাননি সানিয়া, তাঁর কথায় জোকোভিচ একজন মহান মানুষ।

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...
Exit mobile version