Wednesday, November 12, 2025

২০২৩ সালেই টেনিস তিনি বিদায় জানিয়েছেন। ২০২৪ শুরু হতেই প্রাক্তন স্বামী অন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। এসব দেখলে মনে হবে সময়টা খারাপ যাচ্ছে দেশের টেনিস তারকা সানিয়া মির্জার। কিন্তু আসলে তিনি একটা উজ্জ্বল জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে হয়তো যুক্ত হতে পারেন বিশ্বের বর্তমানের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়া ওপেনের (Australian Open) সম্প্রচারকদের পক্ষে ধারাভাষ্য ও টেনিস বিশ্লেষকের ভূমিকায় ছিলেন সানিয়া মির্জা। সেখানেই ২৪ টি গ্র্যান্ড স্লাম (Grand Slam) জয়ী জোকোভিচের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয় তাঁর। সাক্ষাৎকারে তিনি ভারতের ছেলেমেয়েদের মধ্যে টেনিসের প্রচারে কাজ করার কথা জানান। আর এই উদ্যোগে সানিয়া মির্জার মতো প্রতিভার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আর তাতে মুগ্ধ সানিয়া। জোকারের এই প্রশংসা সানিয়ার চোখে মানুষ হিসাবে তাঁকে অনেক উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে।

সাক্ষাৎকার দিতে গিয়ে দিল্লিতে রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে টেনিসের প্রচারে আসার স্মৃতি উল্লেখ করেন তিনি। সেই প্রসঙ্গেই তিনি বলেন আরও শিশুদের হাতে টেনিস ব়্যাকেট দেখাই তাঁর স্বপ্ন। একজন টেনিস প্লেয়ার হিসাবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আর সেরকম কোনও প্রচেষ্টায় যুক্ত হতে চান তিনি। এরপরই ভারতে এই ধরনের উদ্যোগের উল্লেখ করেন জোকোভিচ। সেই প্রসঙ্গেই তিনি বলেন তাঁর আশা সামনে অনেক বড় সময় পড়ে রয়েছে যখন তিনি ভারতের মতো সুন্দর দেশে এসে টেনিসের জন্য কাজ করবেন। সেখানেই তিনি সানিয়া মির্জার মত প্রতিভাকে পাশে চান।

টেনিসের ভবিষ্যতের জন্য বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের এই আবেগ মুগ্ধ করে সানিয়াকে। অন্যকে সাহায্য করার জোকোভিচের এই মানসিকতাকে তাঁর মহানুভবতা বলে উল্লেখ করেন সানিয়া। এত মহান একজনকে শুধুমাত্র একজন টেনিস খেলোয়াড় বলে থেমে থাকতে চাননি সানিয়া, তাঁর কথায় জোকোভিচ একজন মহান মানুষ।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version