বীরভূম জেলার দু’টি লোকসভা আসনই ফের তৃণমূল জিতবে। এই লক্ষ্য নিয়েই এখন থেকে জেলা নেতৃত্বকে মাঠে নামার নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গড়ে দিলেন ৫ সদস্যের নতুন ভোট কমিটি। মঙ্গলবার কালীঘাটে বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। সেখানেই বিজেপির (BJP) একনায়কতন্ত্র ও জনবিরোধী নীতিগুলোকে সামনে রেখে একযোগে দলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন সভানেত্রী। এদিন বৈঠকে উঠে আসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) প্রসঙ্গ। তাঁর সাংগঠনিক দক্ষতার প্রশংসাও করেন তৃণমূল সুপ্রিমো।
বীরভূমে আগে ৯ সদস্যের কোর কমিটি ছিল। এখন তা বদলে করা হল পাঁচ সদস্যের ভোট কমিটি। সেখানে রাখা হয়েছে বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিন্হা, আশিস বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত ঘোষকে। জেলা সভাধিপতি কাজল শেখকে নানুর ও কেতুগ্রামের সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। তাঁর সাফ কথা, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবকিছুকে একপাশে সরিয়ে রেখে লোকসভার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় বলেন, “নেত্রীর নির্দেশ মেনেই লোকসভায় লড়াইয়ে আমরা নামব। খুব শীঘ্রই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি প্রশাসনিক বৈঠক করবেন।”