Thursday, August 21, 2025

রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক হিংসা, মুম্বইয়ে চলল বুলডোজার

Date:

রামমন্দিরের অনুষ্ঠানের আগের রাতে সাম্প্রদায়িক হিংসায় উত্তাল হয়েছিল মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত থানে জেলার মীরা রোড। সেই ঘটনার পরেই ‘বুলডোজার নীতি’ চালু হল সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় প্রশাসনের নির্দেশ ভাঙা হল ওই এলাকার একাধিক বাড়ি ও দোকান। ঘটনার দিন যে সব বাড়ি থেকে পাথর ছোড়া হয়েছিল বেছে বেছে ভাঙা হল সেই বাড়ি ও দোকান। প্রশাসনের দাবি, ওগুলি বেআইনি কাঠামো। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও জানিয়ে দিয়েছেন, ওই এলাকায় যত বেআইনি বাড়ি, দোকান রয়েছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তাৎপর্যপূর্ণভাবে একনাথ শিণ্ডে নিজেও থানের বাসিন্দা। ফলে নিজের এলাকাতে এহেন ঘটনায় কড়া হাতে পদক্ষেপ নিচ্ছে গেরুয়া শিবির।

একদিকে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে উৎসবে মেতেছিল সারা দেশ, ঠিক সেই সময় রবিবার রাতে মীরা রোডে সাম্প্রদায়িক হিংসায় মেতে উঠেছিল দুই গোষ্ঠী। রামের নামের পতাকা লাগানো থাকা যানবাহন লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। গাড়িতে ভাঙচুরের সময় ধর্মীয় স্লোগান ওঠে। পাশাপাশি, রামলালার প্রাণপ্রতিষ্ঠার উপলক্ষে সেখানে বাজি ফাটানো হয়। সেই সময় স্থানীয়রা লাঠি নিয়ে চড়াও হয় ‘রামভক্তদের’ ওপর। সেখানেও হামলা চালানো হয় গাড়িতে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। গ্রেফতার করা হয় ৫ জনকে। পুলিশের দাবি, রবিবার রাতে এই হামলা চালানো হয়। পরদিন সকালে ওই এলাকায় মিছিল করেন বহু মানুষ। সেখানেও বিক্ষিপ্তভাবে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে।

গোটা ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও রীতিমতো হুঁশিয়ারি দেন এই ঘটনায়। এরপরই মঙ্গলবার বুলডোজার চালানো হয় মীরা রোড এলাকায়। কেউ যাতে গুজবে কান না দেন তা নিয়েও সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের উস্কানিমূলক ভিডিয়ো পোস্ট করতে বারণ করা হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version