Sunday, November 16, 2025

মোদির সোলার প্যানেলের প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বলে কটাক্ষ কংগ্রেসের

Date:

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রতিশ্রুতির পাহাড় তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রামমন্দির প্রতিষ্ঠায় পুরোহিতদের ব্যাকফুটে রেখে ধর্ম নিয়ে রাজনীতি শেষ হতে না হতেই ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এরপরই ধেয়ে এসেছে বিরোধীদের কটাক্ষ। কেন্দ্রের তরফে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য স্থির করা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পর ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ লঞ্চ করার কথে জানান নরেন্দ্র মোদি। সরকার এই প্রকল্পের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ উৎপাদন করার জন্য অতিরিক্ত অর্থও প্রদান করবে বলে জানানো হয়।এরপরই সরব হন বিরোধীরা। নির্বাচনের কথা মাথায় রেখে মোদি একাধিক প্রতিশ্রুতির নামে মানুষকে ভাঁওতা দিচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের নতুন লক্ষ্য ঘোষণা করেছেন। কিন্তু বাস্তব চিত্রটা হল, বিগত ১০ বছরের বিজেপি শাসনে ১০ লক্ষ বাড়িতেও ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়নি। এর আগে, মোদি সরকার ২০২২ সালের মধ্যে ৪০ গিগাওয়াট ছাদে সৌর প্যানেল স্থাপনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি। এবারও সেই একই স্ট্রাটেজি ধরে ভোট বৈতরণী পার করার আশা করছে বিজেপি। এটা ‘জুমলা’ ছাড়া কিছুই নয়।


Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version