Friday, December 19, 2025

হিন্দি বুঝতে সমস্যা! মোদি সরকারের ‘নয়া দণ্ডসংহিতা’ নিয়ে চরম ক্ষু.ব্ধ বিচারপতি

Date:

Share post:

সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে (Winter Session) গায়ের জোরে দণ্ডসংহিতা (Criminal Laws) সংক্রান্ত ৩ বিল পাশ করিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Modi Govt)। তা নিয়ে বিরোধীরা বিস্তর আপত্তি জানালেও সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এবং বিরোধীশূন্য সংসদের ফায়দা তুলে বিল পাশ করে মোদি অ্যান্ড কোং। আর কেন্দ্রের সেই ‘তুঘলকি’ বিল নিয়েই আপত্তি জানালেন মাদ্রাজ হাই কোর্টের (Madras High Court) বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ (Justice N Anand Venkatesh)। বুধবার বিচারপতির বেঞ্চে একটি মামলার শুনানি চলছিল। সেইসময় বিচারপতি ভেঙ্কটেশের মন্তব্য, ‘‘আমি হিন্দি বুঝতে পারছি না। তাই ইন্ডিয়ান পেনাল কোড (IPC), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর-র (CCP) মতো শব্দবন্ধই ব্যবহার করব।’’ আর বিচারপতির এমন মন্তব্যে শুরু হয়েছে শোরগোল। বিচারপতি সাফ জানিয়েছেন, আইপিসি এবং সিআরপিসির হিন্দিতে যে নামকরণ হয়েছে, তা অ-হিন্দিভাষীদের পক্ষে বোঝা দুষ্কর।

দ্রুত দেশের আইনশৃঙ্খলার ভোল পাল্টে দিতে দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি আইন চালুর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফাই, এই তিন আইন কার্যকর হলে বিশ্বের সবচেয়ে আধুনিক ফৌজদারি আইন হবে ভারতেরই। আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ফৌজদারি বিচার ব্যবস্থার খোলনলচে বদলে যাবে। তারপরেই মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির এমন মন্তব্যে হইচই পড়ে গিয়েছ বলে খবর। গত ১১ অগাস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন, ১৮৬০ সালে তৈরি ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে। ১৮৯৮ সালের ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বারা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় সাক্ষ্য বিল’-এ।

তবে শাহের নয়া তিন আইনের খসড়া তৈরির পরই তীব্র আপত্তি জানায় বিরোধীরা। তাঁদের স্পষ্ট অভিযোগ, খোলনলচে বদলে ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইন আরও কঠোর করতে সক্রিয় হয়েছে মোদি সরকার।

 

 

 

spot_img

Related articles

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...