কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম পুরস্কার ২০২৪ এর তালিকা প্রকাশ করা হল। এবছর ৩৫ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে আদিবাসী সমাজের প্রতিনিধিদের পদ্ম সম্মান আলাদা নজর কেড়েছে। দেশের প্রথম মহিলা মাহুত হিসাবে পদ্মশ্রী পাচ্ছেন অসমের ৬৭ বছরের পার্বতী বড়ুয়া। প্রাণী কল্যাণে সামাজিক কাজের স্বীকৃতি হিসাবে তাঁকে পদ্ম সম্মানে ভূ্ষিত করা হয়েছে তাঁকে। আদিবাসী কল্যাণকর্মী যোগেশ্বর যাদবকেও এ বছর পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে কি বাংলার গুণী শিল্পীদের পদ্মশ্রী দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হল, পুরস্কারের তালিকা প্রকাশ্যে আসার পর অনেকেই এই নিয়ে আলোচনা শুরু করেছেন। এবছর বাংলা থেকে চারজন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তালিকায় রয়েছেন বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল, আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর এবং বিখ্যাত লোকসংগীত শিল্পী রতন কাহার।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ এর পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা:

বাংলা থেকে যারা পদ্মশ্রী পেলেন
- মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল
- পুরুলিয়ার ‘গাছ দাদু’ দুখু মাজি
- লোকশিল্পী রতন কাহার
- ছৌ মুখোশ শিল্পী নেপাল সূত্রধর
অন্যান্য রাজ্য থেকে যারা এ বছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন:

- পার্বতী বড়ুয়া – ভারতের প্রথম মহিলা মাহুত
- যোগেশ্বর যাদব – আদিবাসী কল্যাণ কর্মী
- ছামি মুর্মু – আদিবাসী পরিবেশবিদ
- গুরবিন্দর সিং – সমাজকর্মী
- সত্যনারায়ণ বেলেরি – কৃষক
- কে চেল্লম্মাল – বর্ষীয়ান মহিলা অর্গানিক ফার্মার
- সংগথানকিমা – মিজোরামের সমাজকর্মী
- হেমচাঁদ মাঞ্জি – স্বাস্থ্যকর্মী
- ইয়াংউন জামহ লেগো – ভেষজ ওষুধ বিশেষজ্ঞ
- সোমান্না – মাইসুরুর আদিবাসী সমাজকর্মী
- সর্বেশ্বর বসুমাতারি – আদিবাসী কৃষক
- প্রেমা ধনরাজ- প্লাস্টিক সার্জন
- উদয় বিশ্বনাথ দেশপান্ডে – কোচ
- ইয়াজিদ মানেক্ষা ইতালিয়া – মাইক্রোবায়োলজিস্ট
- শান্তিদেবী পাশওয়ান ও শিবম পাশওয়ান – পটচিত্র শিল্পী
- অশোক কুমার বিশ্বাস- চিত্রশিল্পী
- বালাকৃষ্ণান সদানাম পুঠিয়া ভিটিল – কথাকলি নৃত্যশিল্পী
- উমা মহেশ্বরী ডি – সংস্কৃত কবি
- গোপীনাথ সোয়েন – ভক্তিগীতি গায়ক
- স্মৃতি রেখা চকমা -সেলাই শিল্পী
- ওম প্রকাশ শর্মা – নাট্য অভিনেতা
- নারায়নন ই পি – লোকনৃত্যশিল্পী
- ভগবত পাধান – লোকনৃত্যশিল্পী
- বদ্রপ্পন এম – বর্ষীয়ান নৃত্যশিল্পী
- জর্দান লেপচা – হস্তশিল্পী
- মাচিহান সাসা – ক্রাফট ও কবিতা
- গদ্দাম সম্মাইয়া – নাট্য অভিনেতা
- জানকীলাল -বহুরূপী শিল্পী
- দাসারী কোন্দপ্পা – বীণা বাদক
- বাবুরাম যাদব – ক্রাফট ম্যান
প্রাথমিক ভাবে ৩৫ জনের তালিকা প্রকাশ করা হলেও মোট ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে।