Thursday, August 21, 2025

‘সম্মানিত’, প্যারেডে প্রতিক্রিয়া ম্যাক্রোঁর, সুখবর ভারতীয় পড়ুয়াদের জন্য

Date:

ভারতের আমন্ত্রণে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিয়ে সম্মানিত হওয়ার অনুভূতি জানালেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে ভারতীয় কুচকাওয়াজের অংশ হয় ফ্রান্সও। তাঁদের ৩৩ জনের মিউজিক ব্যান্ড প্যারেডে অংশ নেওয়ার ঘটনাকে ফ্রান্সের কাছে ‘অত্যন্ত সম্মানের’ বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

ফরাসি রাষ্ট্রপতির ৪০ ঘণ্টার ভারত সফর ভারতীয় পডুয়াদের জন্য সুখবর এনেছে। রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সেই সুখবর। ২০৩০ সালের মধ্যে ভারতের ৩০ হাজার পড়ুয়াকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই উদ্যোগ অত্যন্ত উচ্চাকাঙ্খী হলেও তা সফল করার সবরকম চেষ্টা তাঁর দেশের পক্ষ থেকে থাকবে বলে তিনি জানান। ভারতীয় পড়ুয়াদের ফ্রান্সের ৩৫ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান তিনি। ফ্রেঞ্চ না শিখেই ফ্রান্সে পড়াশোনার সুযোগ এভাবে খুলে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সামরিক ক্ষেত্র নিয়েও আলোচনা হয় ফরাসি রাষ্ট্রপতির। তবে তাঁর এবারের সফর পুরোপুরি উপভোগ করতে চান তিনি, এমনটাও জানিয়েছেন। শুক্রবার কর্তব্যপথে কুচকাওয়াজে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে একই জুড়িগাড়িতে পৌঁছান তিনি। কুচকাওয়াজে ভারতের সেনাবাহিনী, ব্যান্ড ট্রুপের সঙ্গে এবছর দেখা যায় ফরাসি ঐতিহ্যশালি সেনাবাহিনীর ফ্রেঞ্চ ফরেন লিজিঅন ব্যান্ডও অংশ নেয়।

ভারতের দ্বিতীয় বৃহৎ সামরিক সরবরাহকারী দেশ ফ্রান্স। সৌজন্য রক্ষায় ‘বাস্তিল ডে’ প্যারেডে অংশ নেয় ভারতীয় বাহিনীর একটি ছো অংশ। সেই সম্মানকে স্মরণ রেখে সাধারণতন্ত্র দিবসে যোগ ফরাসি ব্যান্ড বাহিনীর। সেই সঙ্গে আকাশ পথে প্রদর্শন করে দুটি ফরাসি রাফাল যুদ্ধবিমানও। এই অংশগ্রহণের সুযোগের জন্য ভারতকে ধন্যবাদ জানান ম্যাক্রোঁ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version