উড়ালপুলে ওঠার সময় আচমকাই দু.র্ঘটনা! হাইট বারে সজোরে ধা.ক্কা লরির, ব্যাহত যান চলাচল

ফের শহরের (Kolkata) উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা (Accident)। শনিবার ভোরে উল্টোডাঙ্গা উড়ালপুলে (Ultodanga Flyover) ই এম বাইপাস থেকে ওঠার সময় হাইট বারে (Height Bar) সজোরে ধাক্কা মারে লরি। এরপরই ধাক্কা মেরে আটকে যায় লরিটি। তবে এদিন সকালে দুর্ঘটনার জেরে বাইপাস থেকে ভিআইপি গামী নর্থ বাউন্ড ফ্ল্যাঙ্কে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে লরিটিকে কোনওরকমে সেখান থেকে বের করা হলেও হাইট বার রাস্তায় ভেঙে পড়ে থাকে। এরপর কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় সেটিকে সরানোর পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

তবে উড়ালপুলে দুর্ঘটনার বিষয় নতুন নয়। এর আগেও বহুবার উল্টোডাঙা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, সেইসব দুর্ঘটনাই ছিল ব্রীজের দুরাবস্থার কারণে। ২০১৩ সালে উল্টোডাঙা উড়ালপুলের একটি অংশ খুলে পড়ে গেছিল। ব্রীজের জয়েন্ট থেকে খুলে পড়েছিল এই অংশ। ২০২২ সালে ব্রীজে আবারও দেখতে পাওয়া যায় ফাটল।

 

 

 

 

Previous articleআজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ জল সরবরাহ পরিষেবা
Next articleবাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-মনোজের