Sunday, January 11, 2026

বিচারপতি পদের অপব্যবহার করে তৃণমূল বি.রোধী মুখ হতে চাইছেন অভিজিৎ গঙ্গোপধ্যায়, দাবি কুণালের

Date:

Share post:

ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, আর কয়েক মাসের অপেক্ষা, সকলেই দেখতে পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ আর মুখোশের পার্থক্য। অবসরের পর তৃণমূল বিরোধী রাজনৈতিক দলে নাম লেখাবেন অভিজি গঙ্গোপাধ্যায়। তারই প্রস্তুতি হিসেবে বিচারপতির আসনের ক্রমাগত অপব্যবহার করে যাচ্ছেন তিনি।

এদিন সাংবাদিকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন করলে কুণাল ঘোষ বলেন, “বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। কিন্তু কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন ও উদ্বেগজনক। যে ঘটনা ঘটেছে তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করব না। কারণ, বিষয়টি আইনের মধ্যেকার বিষয়। যেখানে হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে কোনও সমস্যা নিয়ে মামলা। ”
এরপরই কুণালের সংযোজন, “বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে এটুকু বলতে পারি, তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনেপ্রাণে তৃণমূল বিরোধী। যেহেতু রাজ্যে বিরোধী দলগুলোর কোনও গ্রহণযোগ্যতা নেই, কোনও মুখ নেই তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর চাকরির শেষ কয়েক মাস বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন, তাই বিচারপতির চেয়ারটির অপব্যবহার করে বিরোধী নেতার মুখ হতে চাইছেন। সেই জায়গা থেকেই বেশকিছু সমস্যা তৈরি হয়েছে, বাকিটা সুপ্রিম কোর্টের বিষয়।”

এদিন কুণাল আরও বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মত দু’একজন বিচারপতি গত কয়েকমাস ধরে রাজনৈতিক পক্ষপাদদুষ্ট আচরণ করেই চলেছেন। অন্ধ তৃণমূল বিরোধিতা করে মামলা সংক্রান্ত পর্যবেক্ষণে মন্তব্য করছেন, মামলার বাইরে মন্তব্য করছেন, এমনকি আদালতের বাইরেও তৃণমূল বিরোধী মন্তব্য করছেন, যা অবাঞ্ছিত। বেশ কয়েক মাস ধরে কয়েকজন বিচারপতি মামলার নামে রাজনৈতিক মন্তব্য করছেন। নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করে ফেলছেন। তৃণমূলের বিরোধী শিবিরকে তিনি অক্সিজেন দিতে চান এটা বার বার প্রমাণিত। তাঁর পিছনে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশের মদত রয়েছে।

আরও পড়ুন- প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যান্সারের কাছে পরাজিত অভিনেত্রী; শোকবার্তা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...