Monday, November 10, 2025

বিচারপতি পদের অপব্যবহার করে তৃণমূল বি.রোধী মুখ হতে চাইছেন অভিজিৎ গঙ্গোপধ্যায়, দাবি কুণালের

Date:

ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, আর কয়েক মাসের অপেক্ষা, সকলেই দেখতে পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ আর মুখোশের পার্থক্য। অবসরের পর তৃণমূল বিরোধী রাজনৈতিক দলে নাম লেখাবেন অভিজি গঙ্গোপাধ্যায়। তারই প্রস্তুতি হিসেবে বিচারপতির আসনের ক্রমাগত অপব্যবহার করে যাচ্ছেন তিনি।

এদিন সাংবাদিকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন করলে কুণাল ঘোষ বলেন, “বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। কিন্তু কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন ও উদ্বেগজনক। যে ঘটনা ঘটেছে তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করব না। কারণ, বিষয়টি আইনের মধ্যেকার বিষয়। যেখানে হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে কোনও সমস্যা নিয়ে মামলা। ”
এরপরই কুণালের সংযোজন, “বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে এটুকু বলতে পারি, তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনেপ্রাণে তৃণমূল বিরোধী। যেহেতু রাজ্যে বিরোধী দলগুলোর কোনও গ্রহণযোগ্যতা নেই, কোনও মুখ নেই তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর চাকরির শেষ কয়েক মাস বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন, তাই বিচারপতির চেয়ারটির অপব্যবহার করে বিরোধী নেতার মুখ হতে চাইছেন। সেই জায়গা থেকেই বেশকিছু সমস্যা তৈরি হয়েছে, বাকিটা সুপ্রিম কোর্টের বিষয়।”

এদিন কুণাল আরও বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মত দু’একজন বিচারপতি গত কয়েকমাস ধরে রাজনৈতিক পক্ষপাদদুষ্ট আচরণ করেই চলেছেন। অন্ধ তৃণমূল বিরোধিতা করে মামলা সংক্রান্ত পর্যবেক্ষণে মন্তব্য করছেন, মামলার বাইরে মন্তব্য করছেন, এমনকি আদালতের বাইরেও তৃণমূল বিরোধী মন্তব্য করছেন, যা অবাঞ্ছিত। বেশ কয়েক মাস ধরে কয়েকজন বিচারপতি মামলার নামে রাজনৈতিক মন্তব্য করছেন। নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করে ফেলছেন। তৃণমূলের বিরোধী শিবিরকে তিনি অক্সিজেন দিতে চান এটা বার বার প্রমাণিত। তাঁর পিছনে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশের মদত রয়েছে।

আরও পড়ুন- প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যান্সারের কাছে পরাজিত অভিনেত্রী; শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...
Exit mobile version