Friday, November 14, 2025

নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মার বহিরাগতদের, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ব্রাত্যর

Date:

স্কুলের মধ্যে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল বহিরাগর বিরুদ্ধে। চললো ব্যাপক ভাঙচুরও। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই হামলা হয় বলেই সহকারী শিক্ষকদের অভিযোগ। যদিও তা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শনিবার দুপুরে আচমকাই স্কুলে চড়াও হয় বহিরাগত বেশ কয়েকজন। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। মোবাইল ফোন কেড়ে নেওয়া থেকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় কয়েকজন শিক্ষককে। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আত্রান্ত শিক্ষকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের মদতেই এই হামলা হয়েছে। তাঁর দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন অন্যান্য শিক্ষকরা। এই নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। সেই প্রতিহিংসাতেই বহিরাগতদের নিয়ে এসে শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চালিয়েছেন তিনি। প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নরেন্দ্রপুর থানার পুলিশ। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আহতদের হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের খোঁজ চলছে। পাশাপাশি এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গোটা ঘটনার রিপোর্ট তলব করেছি ডিআই-এর কাছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version