Tuesday, November 4, 2025

বোলারদের দাপট, রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা

Date:

রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনে অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৫ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং অনুষ্টুপ মজুমদার। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে অসমের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৯৯। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জসওয়াল।

এদিন বাংলার হয়ে শুরুতে ক্রিজে ছিলেন অনুষ্টুপ-মনোজ। ১২৫ রান করেন অনুষ্টুপ। ১০০ রান করেন মনোজ । তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পরেই আউট হয়ে যান বাংলার অধিনায়ক। তাঁর আগে বাংলা থেকে তিন জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন। পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে মনোজ তিওয়াড়ি চতুর্থ ব্যক্তি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের সদস্য হলেন। এরপর বাংলার রান সংখ্যা এগিয়ে নিয়ে যান করণ লাল এবং সুরজ। দুজনই করেন ৫২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় অসম। ৪ রানে আউট হন ওপেনার ঋশভ দাস। ১ রান করেন রাহুল হাজারিকা। অসমের হয়ে লড়াই চালান দেনিস দাস। ৫০ রান করেন তিনি। অসমের হয়ে ক্রিজে রয়েছেন শাহিল এবং মৃম্নয় । ৩৬ রান করেন শাহিল। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জসওয়াল। দুটি উইকেট নেন অঙ্কিত মিশ্র।

আরও পড়ুন- নজির গড়লেন রোহন বোপান্না, অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্না-ম্যাথু এবডেন জুটি

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version