Wednesday, May 7, 2025

প্রশাসনিক সফরে উত্তরবঙ্গে মমতা, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়া ভিড় হাসিমারায়!

Date:

আজ থেকেই প্রশাসনিক সফরে উত্তরবঙ্গে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেন ৩.২৫ নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান তিনি। এরপর কলকাতা থেকে বিমানে সরাসরি হাসিমারায় (Hasimara)বায়ুসেনার বিমান বন্দরে নামেন মমতা। বিকেলে হাসিমারা-সোনাপুর রাজ্য সড়ক ধরে কোচবিহারের (Cooch Behar)দিকে রওনা দেন। রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় সামাল দিতে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Chief Minister) একবার দেখার জন্য মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সোনাপুর চৌপথিতে দুধারে সাধারণ মানুষের উপস্থিতি মুখ্যমন্ত্রীর গাড়ির গতি অনেকটাই শ্লথ করে দেয়। কাউকে নিরাশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। হাত নেড়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। সোনাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়,জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ আরও তৃণমূল নেতারা। আজ কোচবিহারে রাত্রিবাস করে আগামিকাল থেকেই ঠাঁসা কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (CM)।

আগামী ৫দিনে ৭ জায়গায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার কোচবিহারের রাসমেলা ময়দানে একটি প্রশাসনিক সভা রয়েছে তাঁর। সরকারি অনুষ্ঠান থেকেই বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেবেন তিনি। রাজবংশী ভাষাকে এবার স্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত করার ঘোষণাও করতে পারেন বলে খবর। বিকেলে আবার শিলিগুড়ির ফুলবাড়িতে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। উত্তরকন্যায় পৌঁছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রান্তিক মানুষের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। চা–বাগানের শ্রমিকদের মধ্যে ১০ হাজারের বেশি পাট্টা বিলি করবেন তিনি বলে সূত্রের খবর। পাশাপাশি ‘চা–সুন্দরী’ প্রকল্পের সুবিধা পৌঁছে দেবেন তিনি। উত্তকন্যায় রাত্রিবাস করে পরের দিন তিনি রায়গঞ্জে চলে যাবেন। ৩০ জানুয়ারি তিনি রায়গঞ্জ স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে বালুরঘাটে আরও একটি অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর দিনাজপুর এবং বালুরঘাটে মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন রাত্রিবাসও করবেন বালুরঘাটেই। ৩১ জানুয়ারি দুপুরে তিনি মালদহে একটি সরকারি অনুষ্ঠানের পরে বিকেলে মুর্শিদাবাদে আরও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। মুর্শিদাবাদের ওই অনুষ্ঠান শেষে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন নদিয়ার কৃষ্ণনগরে। ১ ফেব্রুয়ারি শান্তিপুরে একটি সরকারি অনুষ্ঠানের পরে তিনি কলকাতায় ফিরবেন বলে জানা যাচ্ছে।


Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...
Exit mobile version