Thursday, November 6, 2025

মাঝ সমুদ্রে জ্ব.লছিল ব্রিটিশ জাহাজ, ২২ ভারতীয়র প্রাণ বাঁচাল নৌসেনা

Date:

শনিবার রাতে এডেন উপসাগরে (Aden) তেল ভর্তি ব্রিটিশ জাহাজে (Merchant Ship) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের শাসক গোষ্ঠী হুথি। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজে ছিলেন ২২জন ভারতীয় এবং একজন বাংলাদেশি। ‘ডিস্ট্রেস কল’ পাওয়ার পরই ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম (ins visakhapatnam)-কে নিয়ে অভিযানে নেমেছিল ভারতীয় নৌ সেনা। এদিকে সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে টানা ৬ ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে এসেছে।

লোহিত সাগরে সম্প্রতিই বেড়েছে হুথি হামলা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীকে অনেকে জলদস্যুও বলে থাকেন।বিগত কয়েক সপ্তাহে ভারত, আমেরিকা সহ একাধিক দেশের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এবার এডেন উপসাগরেও চলল হামলা। তবে হুথিরাই এই মিসাইল হামলা চালিয়েছে কি না, তা জানা যায়নি। এসওএস কলে সাড়া দেওয়ার জন্য ভারতীয় নৌ সেনা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন অভিলাষ রাওয়াত একটি ভিডিও শেয়ার করেছে। তাতে তিনি বলছেন, আমি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনমকে ধন্যবাদ জানাই। আচমকা আমাদের তেল ভর্তি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর একসময় আমরা এই আগুনের বিরুদ্ধে লড়াই করার সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম। তখনই সমস্ত ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাহায্য করতে এগিয়ে আসে ভারতীয় নৌ সেনা বাহিনী।

এদিকে ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে মার্লিন লুয়ান্ডা জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়। বাণিজ্যিক ওই জাহাজে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। তাতে মিসাইল হামলা চালানো হয়। খবর পেতেই সঙ্গে সঙ্গে ওই জাহাজের কাছে পৌঁছয় ভারতীয় নৌসেনা। আইএনএস বিশাখাপত্তনমে ১০ জন দমকলকর্মী গিয়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ওই জাহাজের যাত্রীদের। যাতে ফের আগুন না লাগে, তার জন্য জাহাজটির উপরে নজর রাখছে আইএনএস বিশাখাপত্তনম।

 

 

 

 

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version