Friday, January 30, 2026

“মৃ.ত্যুবরণ করলেও বিজেপির সঙ্গে জোট নয়’’: পাল্টিবাজির মধ্যেই ভা.ইরাল নীতীশের পুরনো ভিডিও

Date:

Share post:

রবিবার সকালেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) পদ থেকে ইস্তফা (Resign) দিয়েছেন। সূত্রের খবর, এদিন বিকেলেই এনডিএ (NDA) শিবিরে যোগ দিয়ে বিজেপির সমর্থনে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। ইতিমধ্যে রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দিয়ে সরকার ভাঙার কথা জানিয়ে এসেছেন জেডিইউ (JDU) প্রধান। আর তারপরই নতুন করে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন নীতীশ। এমন আবহে নীতীশের একটি পুরনো ভিডিয়ো নতুন করে প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিওকে কেন্দ্র করেই বিরোধীদের অভিযোগ, নীতীশ যে ‘পাল্টিবাজ’ একথা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু ভাইরাল ভিডিও সামনে আসতেই বেকায়দায় পড়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে নীতীশকে প্রশ্ন করা হয়, ফের তিনি বিজেপিতে যোগ দেবেন কি না। বিহারের মুখ্যমন্ত্রীর জবাব ছিল, ‘‘প্রশ্নই ওঠে না!’’ ২০২২ সালের অগাস্ট মাসে শেষবার এনডিএ ছেড়েছিলেন নীতীশ। আর ভিডিয়োটি ২০২৩ সালের জানুয়ারি মাসের। তাতে দেখা গেছে, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করছেন, আরজেডি এবং কংগ্রেসের হাত ছেড়ে আবার কি বিজেপির জোট সঙ্গী হবেন তিনি? উত্তরে নীতীশ জানিয়েছিলেন, ‘‘প্রশ্নই ওঠে না! মৃত্যু বরণ করব, তবু ওদের সঙ্গে জোট করব না।’’ পাশাপাশি জেডিইউ সুপ্রিমোকে আরও বলতে শোনা যায় বিজেপির সঙ্গে জোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তবে এখানেই থেমে থাকেননি নীতীশ। তিনি আরও জানিয়েছিলেন, ‘‘বিজেপি অনেক চেষ্টা করেছে আমাকে দলে টানার জন্য।

তবে শুধু নীতীশ বললে ভুল হবে, বিজেপির তরফেও নীতীশের সঙ্গে আগামীদিনে জোট বাধার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচন সামনে আসতেই নিজেদের আখের গোছাতে ফের একে অপরের দ্বারস্থ নীতীশ ও গেরুয়া শিবির। এদিকে গত বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজমুখে বলেছিলেন, নীতীশের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও নীতীশ যে বড় ফ্যাক্টর সেকথা মুখে না মানলেও ফের নীতীশের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিজেপি।

 

 

 

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...