Saturday, December 6, 2025

‘পাল্টি’র রেকর্ড গড়ে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ

Date:

Share post:

জোট বদলের পর ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পূর্ব ঘোষণা মতো রবিবার বিকাল ৫’টায় রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী কুর্সিতে বসলেন তিনি। তাঁর শপথ গ্রহণের সময় দর্শকাসন থেকে জয় শ্রীরাম স্লোগান। যা শুনে রীতিমতো বিরক্ত হন নীতীশ। তাঁর চোখ মুখের ভাবেই স্পষ্ট হচ্ছিল সেই বিরক্তি।

এদিন নীতীশের সঙ্গে শপথ নেন তাঁর দলের আরও একাধিক নেতা। পাশাপাশি শপথ নিয়েছেন বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী। নীতীশের পরই শপথ নেন তিনি। মনে করা হচ্ছে সম্রাট হবেন অন্যতম উপমুখ্যমন্ত্রী। গত দু’দিন ধরে শোনা যাচ্ছিল নীতীশের শর্ত মেনে তাঁর ছাত্র জীবনের বন্ধু বিজেপি নেতা সুশীল মোদি ফের উপমুখ্যমন্ত্রী হবেন। কিন্তু রবিবার শপথ নেওয়া মন্ত্রীদের তালিকায় সুশীল মোদির নাম ছিল না। তিনি অবশ্য শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার সকালেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, দেড় বছর ধরে আরজেডি-কংগ্রেস জোটে থেকে কাজের কাজ কিছু হচ্ছিল না, তাই তিনি মহাজোট ছেড়ে দিলেন। শেষ কয়েকদিন ধরে তিনি নিজের দলের লোকের কথা, বাকি সকলের কথা শুনেছেন। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নীতীশের দল দাবি করেছে, কংগ্রেসের কারণেই ‘ইন্ডিয়া’ জোট ছাড়তে বাধ্য হয়েছেন নীতীশ কুমার। দলের নেতা এস কে ত্যাগীর দাবি, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ষড়যন্ত্র করে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের নাম বলানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই এই কাজ করিয়েছিল কংগ্রেস, এমনই দাবি জেডিইউ-এর।

spot_img

Related articles

ভোটার তালিকা নিয়ে কমিশনকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

জেলা সফরের নবম দিনে পূর্ব বর্ধমানের দু'টি বিধানসভা – গলসি ও আউশগ্রামে – দলীয় নির্দেশিত ভোটার তালিকা সংশোধনের...

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...