চিত্রকূট আর্ট গ্যালারিতে চিত্রশিল্পী নিখিল বিশ্বাসের বিশেষ চিত্ৰ প্রদর্শনী মন কাড়ল

এই প্রদর্শনীটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা। এই প্রদর্শনীতে শিল্পীর ৩০ টি ছবি প্রদর্শীত হয়েছে

চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদারের উদ্যোগে চিত্রকূট আর্ট গ্যালারিতে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে চিত্রশিল্পী নিখিল বিশ্বাসের এক বিশেষ চিত্ৰ প্রদর্শনী। এই প্রদর্শনীটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা। এই প্রদর্শনীতে শিল্পীর ৩০ টি ছবি প্রদর্শীত হয়েছে |

শিল্পী নিখিল বিশ্বাস ১৯৫৬ সালে ললিত কলা একাডেমি, দিল্লির আধুনিক শিল্পের সেরা প্রদর্শনের জন্য স্বর্ণপদকে সম্মানিত হন। ১৯৫৪ সালে কলকাতায় তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তারপরে কলকাতা, মুম্বই এবং দিল্লিতে তার অসংখ্য একক ও দলীয় প্রদর্শনী হয়। জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং লন্ডনেও তার কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।

Previous articleহাই কোর্টে ‘না’! মেডিক্যালে ভর্তির সমস্ত মামলা নিজেদের হাতেই রাখল সুপ্রিম কোর্ট
Next articleGold Silver Rate: আজ সোনা-রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে