Thursday, August 21, 2025

সোমবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক (Administrative Meeting) করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সবিস্তার আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। পাশাপাশি, যে সব কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭ বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পুর এলাকার কাউন্সিলর, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। লোকসভা ভোটের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারকে সব সময় বিশেষ নজরে দেখেন অভিষেক। মানুষের বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেন তিনি। পাশাপাশি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এছাড়াও সম্প্রতি নিজের লোকসভা কেন্দ্রের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক ডাকে অভিষেক’ নাম দিয়ে গত দু’বছর এই হেল্পলাইন শুরু করেছেন অভিষেক। যার মাধ্যমে এলাকার বিভিন্ন ব্যক্তি তাদের সমস্যা বা চাহিদার কথা জানান। অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায় বছরের শুরুতেই নিজের সংসদীয় এলাকার জন্য চালু করেছেন বার্ধক্য ভাতা।


Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version