Saturday, May 3, 2025

লোকসভার আগেই রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, বাংলার ৫ আসনে ভোট

Date:

Share post:

লোকসভা ভোটের আগেই দেশে নির্বাচনের বাদ্যি বাজিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যসভার ৫৬টি আসনে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হল নির্বাচন কমিশনের তরফে। দেশের ১৫টি রাজ্যের রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য হবে এই নির্বাচন প্রক্রিয়া।

২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করা হল কমিশনের তরফে। ২ এপ্রিল রাজ্যসভার ৫০ জন সাংসদ ও ৩ এপ্রিল রাজ্যসভার ৬ সাংসদ অবসরগ্রহণ করছেন। এর মধ্যে বাংলার ৫ জন সাংসদ রয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা ও রাজস্থানের রাজ্যসভার আসনগুলির জন্য নির্বাচন হবে।

বাংলার পাঁচ বিদায়ী সাংসদদের মধ্যে তৃণমূলের চার সাংসদ হলেন নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন ও আবির বিশ্বাস। অন্যজন কংগ্রেসের অভিষেক মনু সাংভি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর,  চারটি আসনের জন্য ফেব্রুয়ারি মাসের গোড়ায় প্রার্থী ঘোষণা করা হতে পারে।সংখ্যা গরিষ্ঠতার নিরিখে  তৃণমূলের ৪ প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে জয়ী হন অভিষেক মনু সিংভি। এবার প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা বাড়ায় তাঁরা পঞ্চম আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে তৃণমূলের পক্ষে মোট বিধায়ক ২২৫ জন। সেই সমর্থনে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের ৪ হবু সাংসদ। কংগ্রেস ফের অভিষেক মনু সাংভিকে প্রার্থী করবে কিনা বা সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি অবস্থান নেবে তা এখনো স্পষ্ট নয়। লোকসভা ভোটে আসন রফা নিয়ে তৃণমূলের প্রস্তাব না মেনে বিরোধিতার পথে কংগ্রেস। সেই পরিস্থিতিতে তৃণমূল আদৌ কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে কী না তা নিয়ে প্রশ্ন থাকছেই। অন্যদিকে অভিষেক মনু সাংভি তৃণমূলের হয়ে এখনও বিভিন্ন মামলা লড়েন। সেক্ষেত্রে তাঁর সঙ্গে সুসম্পর্কের দিকটিও দেখা হবে তৃণমূলের তরফে।

কমিশনের নির্দেশিকা অনুসারে আগামী ৮ ফেব্রুয়ারি ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়া যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ ফেব্রুয়ারি মনোনয়ন পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি ভোট গণনা ও ফলপ্রকাশ করা হবে।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...