Monday, May 5, 2025

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা একই সঙ্গে দেখার নির্দেশ,বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

এ বারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা একই সময়ে দেখতে হবে পরীক্ষকদের। ফলে দু’টি পরীক্ষার সঠিক মূল্যায়ন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে।শিক্ষকদের একাংশ জানিয়েছেন, চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের মাধ্যমিকের খাতা নিতে হবে ২৫ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা ৯ মার্চ এবং পরের পর্বের খাতা ২২ মার্চ নিতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, মাধ্যমিকের খাতা দেখে প্রথম দফায় ৮ মার্চ, আর পরের দফায় ১৬ মার্চ জমা দিতে হবে। আবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা নিতে হবে ৯ মার্চ। খাতা জমা দিতে হবে ১৫ মার্চ। পরের ধাপে খাতা নিতে হবে ২২ মার্চ। ৮ এবং ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই একসঙ্গে দেখতে হবে।এখানেই জটিলতা তৈরি হচ্ছে। যা মেনে নিতে রাজি নন স্কুলের শিক্ষকরা।
শিক্ষক–শিক্ষিকাদের মত, ‘‌মূল্যায়ন সঠিক হবে কি না সেটা ভাবার বিষয়। একজন শিক্ষক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, দুই পরীক্ষার খাতা পেলে সেটা দেখার ক্ষেত্রে চাপ তৈরি হয়। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাব এমন পরিস্থিতি তৈরি করেছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য, মূল্যায়ন সঠিক হবে কি না সেই প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি বহু শিক্ষক খাতা পাচ্ছেন না। আবার কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই পাচ্ছেন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাবেই এমনটা হয়েছে।যদিও পর্ষদ ও সংসদ কর্তারা সমন্বয়ের অভাবের অভিযোগ মানেননি।পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন,আমরা শুধু মাধ্যমিক স্তরের শিক্ষকদেরই মাধ্যমিকের খাতা দেখতে দিই।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এমন পরিস্থিতি অন্য বার তৈরি হয় না। এ বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে লাগোয়া। দুটো পরীক্ষাই ফেব্রুয়ারিতে শেষ করতে হবে। শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক পড়ান, শুধু তাঁদেরই উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের খাতার সংখ্যাও খুব বেশি হয় না। মূল্যায়নে প্রভাব পড়ার কথা নয়।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...