Thursday, August 28, 2025

ধোনির বিরুদ্ধে মা.নহানির অভিযোগ ভিত্তিহীন, রায় দিলো না আদালত

Date:

ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন ধোনির আইনজীবি । এমনকি আদালত এই বিষয়ে কোনও অন্তর্বর্তীকালীন রায় দিতে রাজি নয়। সম্প্রতি ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তাঁর দুই প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী। তাদের অভিযোগ ছিলো ধোনি যাতে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মন্তব্য না করেন, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।এছাড়াও সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে প্রকাশিত তথ্যের বিরুদ্ধেও মানহানির মামলা করেছিলেন তাঁরা। সেই বিষয়েও কোনও রায় দেয়নি আদালত। জানা যাচ্ছে, রাঁচী কোর্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই এই নিয়ে ধোনির আইনজীবী মামলা করেছেন ।

এই নিয়ে ধোনির আইনজীবী জানিয়েছেন, ধোনি অভিযোগের পক্ষে কোনও কাগজপত্র পাননি। আদালতের তরফে তিনি শুধু এই মামলার কথা জানতে পেরেছেন। এই মামলার শুনানি ৩ এপ্রিল হবে বলে জানিয়েছে কোর্ট। এমনটাই জানিয়েছেন ধোনির আইনজীবী।

জানা যাচ্ছে, ধোনির বিরুদ্ধে দুই অভিযোগকারী হলেন মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস। হাইকোর্টে অভিযোগ দায়ের করে তাঁরা ধোনির থেকে মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছিলেন। পাশাপাশি, যেভাবে বিভিন্ন সোশ্যাল মডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছিলেন তাঁরা। এছাড়াও তাদের অভিযোগ, ধোনি যাতে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মন্তব্য না করেন, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।সম্প্রতি প্রাক্তন ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন ধোনি। মিহির এবং সৌম্যা জানিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ধোনি যে অভিযোগ করেছিলেন তার কোনও সত্যতা নেই বলে দাবি করছেন তাঁরা। এই কারণেই ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version