Friday, November 14, 2025

বদলে গেল রেজিস্ট্রি বিয়ের নিয়ম! সাইবার প্রতারণা এড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

Date:

বিয়ের বাজনা কি বেজে গেছে? সামনের লগ্নেই বিয়ে করবেন বলে ভাবছেন? সাতপাক ঘোরার আগেই জেনে নিন রেজিস্ট্রি বিয়ের নতুন নিয়ম। সাইবার সতর্কতার অঙ্গ হিসেবে ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালে (Marrige Registration Portal) বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)।

২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়। যেখানে গিয়ে অনলাইনে পাত্র পাত্রীরা বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন জানাতে পারেন। এই অনলাইন পোর্টালে বিয়ের জন্য যাবতীয় তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করে রাখা হয়। পাত্র পাত্রীদের পাশাপাশি বিয়ের সাক্ষী হিসেবে থাকা ব্যক্তিদের আধার কার্ড সহ হাতের আঙ্গুলের ছাপ ওয়েবসাইটে সংরক্ষণ করার ব্যবস্থা ছিল। এছাড়াও পাত্র পাত্রীর মোবাইল নম্বর সহ একাধিক ব্যক্তিগত তথ্য সেখানে লিখে রাখা হতো। কিন্তু যেভাবে সাইবার প্রতারণা বাড়ছে তাতে মানুষের ব্যক্তিগত তথ্য আর নিরাপদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই প্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

এবার থেকে রাজ্য সরকারের বিয়ের রেজিস্ট্রি সংক্রান্ত ওয়েবসাইট থেকে পাত্র – পাত্রীর আধার সংক্রান্ত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য সরিয়ে দেওয়া হবে। ফলে ওয়েবসাইট থেকে কেউ আর বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আধার কার্ডের নম্বর ও আঙ্গুলের ছাপের তথ্য পাবেন না। সমস্ত তথ্য চলে যাবে স্বরাষ্ট্র দফতরের কাছে। ফলে পোর্টাল কখনো হ্যাক হলেও কারোর ব্যক্তিগত তথ্য জানতে পারবেন না প্রতারকরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version