Saturday, May 24, 2025

বিজেপিকে কেউ যদি ভারতে পরাস্ত করতে পারে, সেটা একমাত্র তৃণমূল পারে। আমরা একাই লড়ব। বুধবার, মালদহের সভা থেকে এক তিরে বাম-কংগ্রেসকে নিশানা তৃণমূল (TMC) সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাম জমানায় সিপিএমের অত্যাচারের কালোদিনের কথা স্মরণ করিয়ে মমতা বলেন, “CPM-কে কোনও দিন ক্ষমা করতে পারব না। আর সিপিএমের সাথে যারা ঘর করে তারা বিজেপির সাথে ঘর করে আমি তাদের ক্ষমা করি না।“

মালদহ একসময় গণিখান চৌধুরীরদের গড় বলে পরিচিত ছিল। এখন সেসব অতীত। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রতিফলনে সেখানে এখন জোড়াফুলের আধিপত্য। সেই মালদহের সভায় দাঁড়িয়েই কংগ্রেসকে মোক্ষম বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্পষ্ট জানান, “কংগ্রেস বারবার জিতেছে। আপনাদের জন্য কী করেছে? বরকত দা যখন ছিলেন তখন একটা গৌর ভবন করেছিলেন। তার অবস্থাও খারাপ। ওরা সিপিএম-এর সঙ্গে লড়বে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য। কিন্তু বিজেপিকে হারাতে গেলে লড়াই আমরাই করতে পারব।“ তৃণমূল সভানেত্রী তোপ দেগে বলেন, “আমরা দুটি আসন দিতে চেয়েছিলাম, বলেছিলাম জিতিয়ে আনব। ওরা বলেছে আরও চাই!“ এর পরেই প্রয়াত কংগ্রেস নেতা বরকত গণিখান চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখেই মমতা জানান, “তাঁর পরিবার থেকে কেউ দাঁড়ায় আমার আপত্তি নেই। তৃণমূলও লড়বে। ওরা সিপিএমের সঙ্গে লড়বে বিজেপির হাত শক্ত করার জন্য। বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিকাল ফাইট আমরাই করব।“

সিপিএমের অত্যাচারে কথা মনে করিয়ে তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার, “সিপিএম যা অত্যাচার করেছে তাকে ক্ষমা করতে পারি না। আমাদের ওপর কী অত্যাচার করেছে। গাজোলের চাঁদু শেখের পরিবারকে পুড়িয়ে মেরেছিল“। মমতার সাফ কথা, “সিপিএমের সঙ্গে যারা ঘর করে, তারা বিজেপির সাথে ঘর করে। আমি তাদের ক্ষমা করি না“।

কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বলেন, পরপর দুবার কংগ্রেস জিতেছে। কিন্তু কী করেছে! বিজেপিকে একমাত্র সারা দেশে তৃণমূলই প্রতিহত করতে পারে। মালদহে দাঁড়িয়ে বার্তা তৃণমূল সভানেত্রীর।

Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...
Exit mobile version