ডেটিং-প্রেমের সহজপাঠ! সিবিএসই-র নতুন পাঠ্যপুস্তক ঘিরে শোরগোল

আচমকা সিবিএসই-র (CBSE) নবম শ্রেণির পাঠ্যপুস্তক (Study Material) ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তার অবশ্য কারণও আছে। যেখানে ডেটিং এবং সম্পর্ক’-এর জটিলতার নিয়ে একটা গোটা চ্যাপ্টার রয়েছে সেই পাঠ্যবইয়ে। বিশেষ করে এই সময়ের ঘোস্টিং, ক্যাটফিশিং এবং সাইবার বুলিং-এর মতো আধুনিক ঘটনাগুলির শব্দগুলির ব্যবহার করা হয়েছে। ক্রাশ এবং বিশেষ বন্ধুত্বের মতো বিষয়গুলি সাধারণ গল্প এবং উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। যা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

সিবিএসই নবম শ্রেণির পাঠ্যবইয়ে নিয়ে আস্ত একটা অধ্যায়ে এমন একটি প্রগতিশীল পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে শিক্ষা মহলের একাংশ। এই অধ্যায়ে ডেটিং এবং সম্পর্কের সূক্ষ্মতা নিয়ে আলোচনা করার জন্য ‘ঘোস্টিং’, ‘ক্যাটফিশিং’ এবং ‘সাইবারবুলিং’ এর মতো জনপ্রিয় ডেটিং শব্দগুলিও ব্যাখ্যা দেওয়া হয়েছে। যদিও নেটিজেনরা অবাক হয়েছেন, নাক কুঁচকেছেন আবার অনেকের মতে সিবিএসই-র আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় অধ্যায়গুলি চালু করার সাহস দেখিয়েছেন যা অনেকের কাছে মনে হচ্ছে প্রশংসনীয়।

 

 

 

 

Previous articleনির্লজ্জ! ভোটে ভরাডুবির ভয়ে অতীত ভুলে রাহুল নিয়ে ‘আদিখ্যেতা’ আলিমুদ্দিনের, খোঁচা কুণালের
Next articleজোট নিয়ে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই চূড়ান্ত: দিল্লিতে দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক