রাত পোহালেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পড়াশুনা জীবনের প্রথম বড় পরীক্ষার আগে উৎসাহ দিতে এ রাজ্যের পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে শিক্ষামন্ত্রী লেখেন, আগামিকাল থেকে শুরু হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। এ বছর ৯ লক্ষ ২০ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। সবমিলিয়ে ২৬৭৫ টি পরীক্ষা কেন্দ্রে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলা ছাত্র-ছাত্রীদের শুভকামনা জানাই। মাথা ঠান্ডা রেখে, শান্ত মনে নিজের সাধ্য অনুযায়ী পরীক্ষা দিন। পরীক্ষা খুব ভালো হোক সকলের।

শুক্রবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ৯.৪৫ থেকে বেলা ১টা পর্যন্ত। ৯ঃ৫৫ মিনিটে দেওয়া হবে খাতা, ১০টা থেকে লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা।