Wednesday, December 3, 2025

নির্লজ্জ! ভোটে ভরাডুবির ভয়ে অতীত ভুলে রাহুল নিয়ে ‘আদিখ্যেতা’ আলিমুদ্দিনের, খোঁচা কুণালের

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন। তৃণমূল (TMC) সুপ্রিমো একা লড়াইয়ের বার্তা দিতেই হাঁটু কাঁপছে বাম-কংগ্রেসের। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) সফর নিয়ে মেতেছে তারা। এমনকী, এই নিয়ে প্রদেশ কংগ্রেস (Congress) নেতৃত্বের মিথ্যাচারকে সমর্থন করছে আলিমুদ্দিন।

রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় গাড়ির কাচ ভাঙা নিয়ে নোংরা রাজনীতি করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র দিল্লিতে বসে সাংবাদিক বৈঠক করে বলছেন, রাহুল গান্ধীর গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে ভিড়ের চাপে। একজন মহিলা রাহুলের সঙ্গে দেখা করার সময়েই ঘটনাটি ঘটে। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি সারা দিন মিথ্যাচার চালিয়ে যান। বাংলার সরকারের ঘাড়ে দোষ চাপান। অথচ ঘটনাটাই বাংলায় নয়, বিহারের কাটিহারে। কিন্তু আশ্চর্যের ঘটনা হল, সিপিএমের মুখপত্র গণশক্তি বৃহস্পতিবার প্রভাতি দৈনিকে লিখেছে, ‘মালদহে ভাঙা হল রাহুলের গাড়ির কাচ’! নামতে নামতে শূন্যে নেমেও এখনও ভয়। সামনেই লোকসভা। আবার শূন্য! আতঙ্ক তাড়া করছে আলিমুদ্দিনকে। তাই রাহুলের কনভয়ের ধরে ভাসার চেষ্টা করছে।

একই অবস্থা কংগ্রেসের। তৃণমূল নেত্রীর ঘোষণার পরেই হাঁটু কাঁপছে। এখন সিপিএমের (CPIM) টিভিপর্দার নেতাদের কাঁধে ভর করে ভোটের পালে হাওয়া লাগাতে চাইছে। শূন্যে নেমে আসা দুই দলের এখন মাখো মাখো প্রেম। কিন্তু প্রেম প্রতিষ্ঠা করতে গিয়ে মিথ্যাচারের আশ্রয় নিতে হবে!

এই বিষয় নিয়ে মোক্ষম খোঁচা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই রাহুলের ঠাকুমা থেকে বাবা- বামেদের কুৎসিত আক্রমণের শিকার হয়েছিলেন। এমনকী, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজীব গান্ধীকে গদিচ্যুত করার ছক কষে। সেই অতীত স্মরণ করিয়ে নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন,
“রাহুল গান্ধীর সঙ্গে আজ যে সিপিএম আদিখ্যেতা করে ছবি তুলছে, তারাই রাহুলের ঠাকুরমাকে বলেছিল ডাইনি; রাহুলের বাবার কার্টুন এঁকে দেওয়াল লিখেছিল: গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তাঁকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাতও মিলিয়েছিল। এখন একা লড়লে ৪২ আসনে জমানত জব্দ; তাই পাগলের মত হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম।“

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৩ ডিসেম্বর (বুধবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৪৫ ₹ ১২৮৪৫০ ₹ খুচরো পাকা সোনা ১২৯১০...

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...