বাংলার মানুষকে পিছন থেকে ছু.রি মা.রা বন্ধ করুন! দিলীপকে ক.টাক্ষ ব্রাত্যর

বাংলার মানুষের পিছন থেকে ছুরি মারা বন্ধ করুন, দিলীপ ঘোষকে এবার নীতি শেখালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার দিলীপ ঘোষ ভিত্তিহীন অভিযোগ করে টুইট করে লেখেন, ২ লাখ ৩২ হাজার টাকার হিসেব দিতে পারেনি রাজ্য সরকার। এরই পাল্টা জবাব দিয়ে কার্যত দিলীপ ঘোষকে শুইয়ে দিয়েছেন ব্রাত্য বসু।

আরও পড়ুন- অমা.নবিক আচরণ কলকাতা বিমানবন্দরে! প্রতিব.ন্ধী মহিলাকে হুইল চেয়ার ছেড়ে হাঁটার নির্দেশ

ব্রাত্য বসু টুইট করে একহাত নেন দিলীপ ঘোষকে। মন্ত্রী লেখেন, কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার সব রকম ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কিছুই আর বকেয়া নেই। যথেষ্ট হয়েছে আপনার মানহানি করার কৌশল। বাংলার মানুষকে পিছন থেকে ছুরি মারা বন্ধ করুন।

আরও পড়ুন- নাটকের ভর্তুকিতে কেন্দ্রের কোপ! ত্রয়োবিংশ নাট্যমেলার উদ্বোধনে সরব ব্রাত্য