Tuesday, November 4, 2025

রোগীর সঙ্গে দুর্ব্যবহার নার্সের! হাসপাতালে ঢুকে ধমক বিধায়ক অসিত মজুমদারের

Date:

চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রোগীর সঙ্গে এক নার্সের দুর্ব্যবহারের অভিযোগ পেয়েই সটান হাসপাতালে বিধায়ক অসিত মজুমদার। রীতিমত হাসপাতাল সুপারের ঘরে চেয়ারে পা তুলে বসে তিনি দাবি করেন, যতক্ষণ না সমস্যার সমাধান হবে ততক্ষণ তিনি নড়বেন না। শেষ পর্যন্ত স্বাস্থ্য দফতরের নির্দেশে অভিযুক্ত নার্সকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়ার পর হাসপাতাল ছাড়েন বিধায়ক। তাঁর দাবি, কোনও কর্মীর দোষে সরকারের যেন বদনাম না হয়।

চুঁচুড়া হাসপাতালে শুক্রবার পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন সুমিতা দেবী নামে এক রোগী। তাঁর অভিযোগ, কর্তব্যরত নার্স তাঁকে আয়া না রাখার জন্য স্যালাইন খুলে নেয়। তিনি অভিযোগ জানান বিধায়ক অসিত মজুমদারের কাছে। এরপরই হাসপাতালে উপস্থিত হন বিধায়ক। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। এই বিষয় নিয়ে চুঁচুড়া বিধায়ক পরিষ্কার জানিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না হবে তিনি হসপিটাল থেকে নড়বেন না। স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে জানাবেন বলেন। বিধায়ক বলেন, নার্স যে কাজ করেছে সেটা খুবই অন্যায় কাজ। কারো ব্যাক্তিগত কাজের জন্য সরকারের বদনাম হবে সেটা বরদাস্ত করা হবে না।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়। স্বাস্থ্য দফতর থেকে অভিযুক্ত নার্সকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়া হয়। বিধায়ক জানান সোমবার তাঁর ট্রান্সফার হয়ে যাবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version