Saturday, January 10, 2026

ফের খারিজ জামিনের আবেদন! জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে

Date:

Share post:

ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের (Bail) আবেদন। শনিবার আলিপুর আদালতে (Alipore Court) মামলা উঠলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য জোর সওয়াল করেন তাঁর আইনজীবী। কিন্তু, এদিন জামিনের তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর আইনজীবী। তবে শেষমেশ জামিনের আবেদন নাকচ করে দেন বিচারপতি। সাফ জানান, কোনওভাবেই এখন জেলের বাইরে বেরতে দেওয়া যাবে না। বাইরে বেরলেই তদন্ত প্রভাবিত করতে পারেন তিনি। আর সেকারণেই এমন সিদ্ধান্ত আদালতের।

তবে আদালতে উঠলে এই মামলার প্রেক্ষিতে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেন সিবিআই-এর আইনজীবী। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবীর অভিযোগ, কাকে নিয়োগ করা হবে সেই গোটা বিষয়টিই পরিকল্পনা করা হত। আর যদি কেউ সেই প্রসঙ্গে কথা বলতেন তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হত। শুধু তাই নয়, এমনকি বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল বলে মন্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর। এরপরই তিনি অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ মামলায় পুরোপুরিভাবে যুক্ত থাকলেও পার্থ চট্টোপাধ্যায় এমনভাবে গোটা কাজ করতেন যাতে কোথাও প্রমাণ না থাকে, শনিবার আদালতে এমনই দাবি সিবিআই-এর। সিবিআই-এর আইনজীবী আরও জানান, শিক্ষকদের হাতে থাকে সমাজের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কিন্তু, যেভাবে অযোগ্য শিক্ষকদের নিয়োগ করা হয়েছে তাতে সমাজের ক্ষতি হবে।

তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী পাল্টা জানান, যাঁদের পার্থ চট্টোপাধ্যায় সরিয়েছেন বলে অভিযোগ ইডির, সেখানে সিবিআই-এর চার্জশিটে তাঁদের অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি সিবিআই-এর দ্বিতীয় চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না বলেও উল্লেখ করেন তিনি। এদিন সব পক্ষের কথা শোনার পর বিচারপতি ফের জামিনের আবেদন খারিজ করে দেন।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...