Thursday, August 28, 2025

যত দিন গড়াচ্ছে বাঘের (Tiger) আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার (Patharpratima) বাসিন্দারা। তবে শুধুমাত্র এক বা দু’মাসের কথা নয়। টানা ৩ মাস ধরেই বাঘবাবাজির ঠেলায় রীতিমতো চোখে ঘুম উড়েছে স্থানীয়দের। তবে প্রতিদিনই বিভিন্ন উপায় বের করলেও একের -পর এক প্ল্যান ভেস্তে যাচ্ছে। কিছুতেই বাগে আসছে না বাঘ। শনিবার বাঘের আতঙ্কে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। সূত্রের খবর, বাঘের হাত থেকে বাঁচতে
গণস্বাক্ষর-সহ একটি আবেদনপত্রও জমা পড়েছে বলে খবর। তবে বারবার অভিযোগ আসলেও বাঘকে কিছুতেই নিজেদের আয়ত্তে আনতে পারছেন না বন দফতরের কর্মীরা। আপাতত নাইলনের জাল দিয়ে পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের মাইতিপাড়া এলাকা ঘিরে রেখেছে বন দফতর।

স্থানীয়দের অভিযোগ, ঠাকুরাইন নদীর চর থেকে শুরু করে ধানের জমিতে একাধিক বার বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। তবে জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলা হলেও, তারপরও প্রায়ই বাঘের আনাগোনা টের পাচ্ছেন স্থানীয়রা। এদিকে শুক্রবারও এলাকায় বন্য জন্তুর রক্ত দেখতে পেয়েছেন বলে স্থানীয়রা। আর শনিবার বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি স্থানীয় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন গ্রামবাসীরা। দ্রুত বাঘের উপদ্রব দূর করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি আরও জানানো হয়েছে, বাঘের আতঙ্কে নদীতে মাছ বা কাঁকড়া ধরতে যেতে পারছেন না স্থানীয়রা। মাছ ধরেই সংসার চলে তাঁদের, কিন্তু বাঘের আতঙ্কে সাধারণ মানুষদের জীবন-জীবিকায় সঙ্কট নেমে এসেছে।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বনাধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘ ধনচির জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে। বসতি এলাকায় ঢুকছেই না। তবুও জঙ্গলের দিকটি নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না গ্রামবাসীরা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version