আজ আইএসএলের প্রথম ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যায় নামছে ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়েন্ট। সদ্য সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। সুপার কাপ চ্যাম্পিয়ন দল থেকে বোরহা হেরেরা, জেভিয়ার সিভেরিওকে ছেড়ে শনিবারের ডার্বি দিয়ে আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু করছে কার্লোস কুয়াদ্রাতের দল। দুই বিদেশির পরিবর্তকে বড় ম্যাচে পাবেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। সেই সঙ্গে কার্ড সমস্যায় নেই ছন্দে থাকা মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। বিশেষ করে সৌভিককে না পাওয়া লাল-হলুদ শিবিরে চিন্তার।

আইএসএলে চার বিদেশি খেলতে পারে। অথচ চার বিদেশি নিয়েই খেলার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। ফলে বেঞ্চে কোনও বিদেশি থাকবে না ইস্টবেঙ্গলের। টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে সুপার কাপ জয়ের আত্মবিশ্বাস নিয়েও আইএসএল ডার্বিতে নিজেদের ফেভারিট বলতে চান না লাল-হলুদ কোচ। জানেন, মোহনবাগানে এবার শক্তি বাড়ছে জাতীয় দলের ফুটবলাররা ফেরায়। কোচ বদলালেও অ্যান্তোনিও হাবাসের মতো সফল কোচ থাকবেন প্রতিপক্ষ বেঞ্চে। তাই সতর্ক কুয়াদ্রাত।তাইতো মহারণের আগে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘মোহনবাগানে গোল করার লোক অনেক। আমার দলে ক্লেটন সিলভা, নন্দকুমার, নাওরেম মহেশ, সাউল ক্রেসপোর মতো চার-পাঁচজন। তবে আমরা এবার মোহনবাগানের মুখোমুখি হয়ে বলতে পারব, আমাদেরও ট্রফি আছে। আমরাও চ্যাম্পিয়ন।’’ সৌভিক ও দুই বিদেশির না থাকা নিয়ে কুয়াদ্রাত বললেন, ‘‘ম্যাচটা ১১ বনাম ১১। সুতরাং আমাদের সমাধান খুঁজে নিতে হবে। বোরহা নিজেই ক্লাব ছাড়তে চেয়েছিল, ওকে আটকাতে চাইনি। আমরা ডার্বিতে চার বিদেশি নিয়েই খেলব। ট্রফি জয়ের পর মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। তবে প্রতিটি প্লেয়ারের উপর আমার বিশ্বাস রয়েছে। ফুটবলারদেরও মোটিভেশনের অভাব নেই। ওরা তৈরি।’’


মরশুমে তিনটির মধ্যে দুটো ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। সুপার কাপে কুয়াদ্রাতের টিমের কাছে হারের বদলা নিতে আজ যুবভারতীতে মরিয়া থাকবে মোহনবাগান। আইএসএলে ইস্টবেঙ্গলের থেকে ভাল জায়গায় মোহনবাগান। ক্লেটনদের কোচের কথায়, ‘‘আমাদের থেকে মোহনবাগান ৮ পয়েন্টে এগিয়ে। ডার্বি জিতে পয়েন্টের ব্যবধান কমাতে হবে।’’

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৯ রান করতেই নজির যশস্বীর, অল্পের জন্য হাতছাড়া কাম্বলির রেকর্ড

