মৃত্যু ‘নাটকে’র যবনিকা পতন, প্রকাশ্যে পুনম পাণ্ডে

শুক্রবার পর্যন্ত যেখানে তার মৃত্যুর খবরে সকলে চমকে যাচ্ছিলেন, এবার বেঁচে থাকার খবরে চমকে উঠছেন নেটবাসিন্দারা।

শনিবারের সকালে পিলে চমকে যাওয়ার মত ঘটনা। বলিউডের নীল ছবির তারকা পুনম পাণ্ডে (Punam Pandey) ‘জীবিত’! শুক্রবার পর্যন্ত যেখানে তার মৃত্যুর খবরে সকলে চমকে যাচ্ছিলেন, এবার বেঁচে থাকার খবরে চমকে উঠছেন নেটবাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় পুনমের প্রত্যাবর্তনে ঠিক কী প্রতিক্রিয়া হওয়া উচিত তাই ভেবে পাচ্ছেন না অনুরাগীরা। ২৪ ঘন্টার বেশি সময় ধরে চলতে থাকা মৃত্যু নাটকে অবশেষে যবনিকা পতন। নিজেই প্রকাশ্যে এলেন পুনম। জানালেন তিনি ‘বেঁচে আছেন’।

শুক্রবার সকালে সমাজ মাধ্যমের পোস্টে পুনমের মৃত্যু সংবাদ ভাইরাল হয়। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল আদৌ কি সত্যি, না কি গোটাটাই গুজব? এর আগে অনেকবার লাইন লাইটে আসতে একাধিক বিতর্কিত কাজ করেছেন অভিনেত্রী। এবারও সেরকম কিছু ঘটেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বেলা বাড়তেই জল্পনায় সিলমোহর দেন অভিনেত্রীর সহকারী। পোস্টে লেখা হয়, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ুর ক্যানসারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়ে ফেললাম। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। আমরা স্নেহের সঙ্গে ওকে স্মরণ করব।’’ কিন্তু ‘পিকচার’ তখনও বাকি ছিল। শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে পুনম নিজেই প্রকাশ্যে আসেন। জানান ,গুজবের কারণ ছিল তাঁর ‘নিখোঁজ’ হয়ে যাওয়া। আসলে জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল করতে এমন পদ্ধতি অবলম্বন করেন নায়িকা। মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণাতেও মহিলাদের এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গ উঠে এসেছিল। তারপরের দিন নিজের মৃত্যু নিয়েই ‘সাসপেন্স’ তৈরি করে, বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন বলেই এদিন জানান পুনম।


Previous articleআজ বড় ম্যাচ, বাগানের বিরুদ্ধে নামার আগে সতর্ক লাল-হলুদ কোচ
Next articleশুভেন্দুর আলটপকা মন্তব্যের পাল্টা তীব্র কটাক্ষ রাজ্যপাল বোসের