Saturday, August 23, 2025

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট

Date:

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট। ইংরেজদের দরকার ৩৩২ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৬৭। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১০৪ রান করেন তিনি। শুভমনের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮।

দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে ভারত। প্রথম ইনিংসে ২০০ করা যশস্বী জসওয়াল দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। ব্যাট হাতে এদিনও ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৩ রান করেন তিনি। ২৯ রান করেন শ্রেয়াস আইয়র। ৯ রান করেন রজত পতিদার। ৪৫ রান করেন অক্ষর প্যাটেল। ৬ রান করেন সিকর ভরত।২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। শূন্য রান করেন কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং মুকেশ কুমার। ১০৪ রান করেন শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন টম হার্টলি। ৩ উইকেট নেন রেহান আহমেদ। ২ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। একটি উইকেট নেন শোয়েব বাসির। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮। ভারতীয় দল অবশ্য দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত রান তুলতে পারেনি। প্রথম ইনিংসে ১৪৩ রানের এগিয়ে থাকার সুবাদে লড়াই করার মতো জায়গায় রয়েছেন রোহিতেরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। বেন ডাকেট ২৮ রানে আউট হন। ক্রিজে রয়েছেন, জ্যাক ক্রলি এবং রেহান আহমেদ। জ্যাক ক্রলি ২৯ রানে অপরাজিত। ৯ রানে অপরাজিত রেহান। ভারতের হয়ে এক উইকেট অশ্বিনের।

আরও পডুন- মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হার বাংলার

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version